বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু
জানার আছে অনেক কিছু

প্রশ্ন : মহাবীর কোন ভাষায় ধর্মপ্রচার করতেন?

উত্তর : মাগধী

প্রশ্ন : কোন ধর্মের ধর্মগ্রন্থের নাম 'দ্বাদশ অঙ্গ'?

উত্তর : জৈনধর্ম

\হপ্রশ্ন : গঞ্জাম লিপি থেকে কোন রাজা সম্পর্কে জানা যায়?

উত্তর : শশাঙ্ক

প্রশ্ন : বেদকে শুদ্ধভাবে পড়া ও বোঝার জন্য যে সাহিত্য রচিত হয়েছে তার নাম কী?

উত্তর : স্মৃতি সাহিত্য

প্রশ্ন : আকবরের নবরত্ন সভার কোন সদস্যকে হত্যা করা হয়েছিল?

উত্তর : আবুল ফজল

প্রশ্ন : কোন মুঘল সম্রাট অমরকোটের জঙ্গলে জন্মগ্রহণ করেছিলেন?

উত্তর : আকবর

প্রশ্ন : 'আলাই দরওয়াজা' কার স্থাপত্য কীর্তি?

উত্তর : আলাউদ্দিন খলজি

প্রশ্ন : বিখ্যাত ইউরোপীয়ান রাষ্ট্রদূত স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজসভায় কবে আসেন?

উত্তর : ১৬১৫ খ্রিষ্টাব্দে

প্রশ্ন : হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ কবে ভারত সম্রাট হয়েছিলেন?

উত্তর : ১৫৪০ খ্রিষ্টাব্দে

প্রশ্ন : কোন সম্রাট তার শ্বশুরকে হত্যা করে ১২৯৬ খ্রিষ্টাব্দে দিলিস্নর সিংহাসন দখল করেন?

উত্তর : আলাউদ্দিন খলজি

প্রশ্ন : পোলো খেলার পৃষ্ঠপোষক হিসেবে কোন শাসকের নাম উলেস্নখযোগ্য?

উত্তর : কুতুবউদ্দিন

প্রশ্ন : ইতিহাসের কোন মহান বীরের প্রিয় ঘোড়ার নাম 'বুসেফেলাস' যে ঘোড়ায় চেপে তিনি বহু যুদ্ধ জয় করেছিলেন?

উত্তর : আলেকজান্ডার

প্রশ্ন্ন : বৈদু্যতিক এক ইউনিট সমান?

উত্তর : এক কিলোওয়াট/আওয়ার।

প্রশ্ন্ন : বিদু্যৎ পরিবাহক রোধের একক কী?

উত্তর : ওহম।

প্রশ্ন্ন : চুম্বকের আকর্ষণ সবচেয়ে বেশি কোথায়?

উত্তর : মেরু বিন্দুতে।

প্রশ্ন্ন : মধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেন?

উত্তর : নিউটন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে