৮১. দান সংগঠন সমিতি মূলত কোন মনীষীর মতবাদ দ্বারা পরিচালিত হতো?
ক) থমাস ম্যালথাসের খ) থমাস চালমাসের
গ) ম্যারি রিচমন্ডের ঘ) ফ্রিডল্যান্ডারের
উত্তর : খ) থমাস চালমাসের
৮২. 'এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক' গ্রন্থটি কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত হয়?
ক) ঈঙঝ খ) ঈঝডঊ
গ) ঘঅঝড ঘ) অঅঝঝড
উত্তর : গ) ঘঅঝড
৮৩. শিল্প বিপস্নবের ফলে যেটির উদ্ভব ঘটে-
র) ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ
রর) পুঁজিবাদ
ররর) সমাজতন্ত্রবাদ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
অসুস্থতা অজ্ঞতা
অপরিচ্ছন্নত অভাব
৮৪. উপরের চক্রটি কী বোঝাচ্ছে?
ক) দারিদ্র্যের দুষ্টচক্র
খ) বিভারিজ রিপোর্টের দুষ্টচক্র
গ) বেকারত্বের দুষ্টচক্র
ঘ) নিম্ন জীবনমানের দুষ্টচক্র
উত্তর : খ) বিভারিজ রিপোর্টের দুষ্টচক্র
নিচের উদ্দীপকটি পড়ে ৮৫ ও ৮৬নং প্রশ্নের উত্তর দাও।
১৭৮০ সাল থেকে ১৮৫০ সালের মধ্যবর্তী সময়ে একটা সুদূরপ্রসারী ও দীর্ঘ সময়ব্যাপী সামাজিক বিপস্নব বিশ্বের অর্থনীতি, রাজনীতি এবং চিন্তাধারায় আমূল পরিবর্তন বয়ে আনে। এর ফলে ইউরোপ তথা সমগ্র পৃথিবীতে নতুন যুগের সূচনা হয়।
৮৫. উদ্দীপকে উলিস্নখিত বিপস্নব বা আমূল পরিবর্তনের নাম কী?
ক) রুশ বিপস্নব খ) সবুজ বিপস্নব
গ) ফরাসি বিপস্নব ঘ) শিল্প বিপস্নব
উত্তর : ঘ) শিল্প বিপস্নব
৮৬. উদ্দীপকের ঘটনাটির ইতিবাচক প্রভাব কোনটি?
র) বস্তুগত উন্নয়ন
রর) সমাজকর্মের উদ্ভব
ররর) জটিল সমস্যার উদ্ভব
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ক) র ও রর
৮৭. শিল্প বিপস্নবের প্রথম সূচনা হয় কোন দেশে?
ক) ভারতে খ) মার্কিন যুক্তরাষ্ট্রে
গ) ইংল্যান্ডে ঘ) জার্মানিতে
উত্তর : গ) ইংল্যান্ডে
৮৮. ইংল্যান্ডে দান সংগঠন সমিতি গঠিত হয় কত সালে?
ক) ১৮৬৯ সালে খ) ১৮৭৩ সালে
গ) ১৯৫২ সালে ঘ) ১৯৫৫ সালে
উত্তর : ক) ১৮৬৯ সালে
৮৯. চড়ড়ৎ খধি টহরড়হ-এর অন্যতম বৈশিষ্ট্য কী?
ক) রাজকীয় বোড খ) দরিদ্র বোর্ড
গ) অর্থ বোর্ড ঘ)অভিভাবক বোর্ড
উত্তর : ঘ) অভিভাবক বোর্ড
৯০. ১৬০১ সালের দরিদ্র আইনে দরিদ্রদের কয়টি ভাগে ভাগ করা হয়?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
উত্তর : খ) ৩টি
৯১. পেশাদার সমাজকর্মের প্রয়োজন অনুভূত হয় কখন?
ক) শিল্প বিপস্নবের আগে খ) শিল্প বিপস্নবের পরে
গ) প্রথম বিশ্বযুদ্ধের পরে ঘ) দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পরে
উত্তর : খ) শিল্প বিপস্নবের পরে
৯২. শিল্প বিপস্নব সংঘটিত হয় কত শতাব্দীতে?
ক) পঞ্চদশ খ) ষষ্ঠদশ
গ) সপ্তদশ ঘ) অষ্টাদশ
উত্তর : ঘ) অষ্টাদশ
\হ৯৩. শিল্প বিপস্নব মানবসভ্যতাকে কয় ভাগে ভাগ করেছে?
ক) দুই খ) তিন
গ) চার ঘ) পাঁচ
উত্তর : ক) দুই
\হ৯৪. সমাজকর্ম পেশার বিকাশে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক) সমাজ সেবামূলক কার্যক্রম খ) দানশীলতা
গ) শিল্প বিপস্নব ঘ) বিভারিজ রিপোর্ট
উত্তর : গ) শিল্প বিপস্ন
সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা
১. 'পেশা হলো অন্যকে নির্দেশনা, পরিচালনা বা উদ্দেশ্য প্রদানের এমন একটি জীবিকা যার জন্য বিশেষ জ্ঞান অর্জন করতে হয়।'-এটি কার উক্তি?
ক) গ্রিন উড খ) এ ই বেন
গ) এম জি থ্যাকারি ঘ) আর এ স্কিডমোর
উত্তর : খ) এ ই বেন
২. কোন ভাষা থেকে 'পেশা' শব্দটির উৎপত্তি?
ক) ফারসি খ) ল্যাটিন
গ) গ্রিক ঘ) ইংরেজি
উত্তর : ক) ফারসি
৩. সাহায্যার্থীর সুপ্ত ক্ষমতার বিকাশ সাধনে সহায়তা করে-
ক) আত্মসচেতনতা খ) ব্যক্তি স্বাতন্ত্র্যকরণ
গ) আত্মনিয়ন্ত্রণ অধিকার ঘ) সামাজিক ন্যায়বিচার
\হউত্তর : গ) আত্মনিয়ন্ত্রণ অধিকার
৪. মূল্যবোধ একটি-
ক) বিমূর্ত ধারণা খ) মূর্ত ধারণা
গ) আদর্শ ধারণা ঘ) সঠিক ধারণা
উত্তর : ক) বিমূর্ত ধারণা
৫. সমাজকর্মের পেশাগত সম্পর্ককে কী বলে?
\হক) অ্যাডাপটেশন খ)র্ যাপো
গ) কেস স্টাডি ঘ) রিপোর্ট
উত্তর : খ)র্ যাপো
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়