শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২
সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
জানার আছে অনেক কিছু
.

প্রশ্ন: ভারতের সেভেন সিস্টার্সভুক্ত রাজ্য নয়? উত্তর: কেরালা। প্রশ্ন: সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? উত্তর: লোহিত সাগর ও ভূ-মধ্যসাগর। প্রশ্ন: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? উত্তর: জার্মানি। প্রশ্ন: মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? উত্তর: মেসিডোনিয়া। প্রশ্ন: গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রম্নপ? উত্তর: নেদারল্যান্ডস। প্রশ্ন: প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? উত্তর: চাঁপাইনবাবগঞ্জ। প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? উত্তর: নারায়ণগঞ্জ। প্রশ্ন: বাংলাদেশকে 'ধনসম্পদপূর্ণ নরক' বলে অভিহিত করেন কে? উত্তর: ইবনে বতুতা। প্রশ্ন: লাহোরে ঐতিহাসিক ছয় দফা পেশ করা হয় কখন? উত্তর: ৫ ফেব্রম্নয়ারি ১৯৬৬। প্রশ্ন: 'ছত্রপতি' নামে কে পরিচিত? উত্তর: শিবাজি। প্রশ্ন: জাপানের পার্লামেন্টের নাম কী? উত্তর: ডায়েট। প্রশ্ন: 'ফিফা বিশ্বকাপ ২০২৬' কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর: যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। প্রশ্ন: ঝউএ জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয়? উত্তর: ৭০তম। প্রশ্ন: থাইল্যান্ডের মুদ্রার নাম কী? উত্তর: বাথ। প্রশ্ন: ওগঋ-এর সদর দপ্তর কোথায়? উত্তর: ওয়াশিংটন ডিসি। প্রশ্ন: জাতিসংঘের প্রথম মহাসচিব কে? উত্তর: ট্রিগভেলী। প্রশ্ন: জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? উত্তর: যুক্তরাষ্ট্র। প্রশ্ন: 'লেইস ফেয়ার' নীতি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? উত্তর: মুক্তবাজার। প্রশ্ন: বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি? উত্তর: মহেশখালী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে