ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ৫ জানুয়ারি এই সভার আয়োজন করা হয়। ফাউন্ডেশনের বিদায়ী সভাপতি মো. আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইস্টার্ন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি ফাউন্ডেশনের বর্তমান সভাপতি শিল্পপতি মো. মনিরুজ্জামান মোলস্না। সভায় ইউনিভার্সিটি বোর্ড সদস্য মো. এনায়েত উলস্নাহ, ইমরোজ হোসেন এবং আবুল খায়ের চৌধুরীকে ২০২৫ সালের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং শিল্পপতি মো. আজিজুল ইসলামকে ট্রেজারার নির্বাচন করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হয়।