কপোতাক্ষ নদ
১. কোনটি মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি?
ক. দিবারাত্রির কাব্য
খ. মেঘনাদবধ কাব্য
গ. দুঃখী জননীর কাব্য
ঘ. ত্রয়োদশপদী কাব্য
উত্তর: খ. মেঘনাদবধ কাব্য
২. বাংলা কাব্য অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ.রবীন্দ্রনাথ ঠাকুর
গ. জীবনানন্দ দাশ
ঘ. ভারতচন্দ্র রায়গুণাকর
উত্তর: ক. মাইকেল মধুসূদন দত্ত
৩. কোনটি সার্থক মহাকাব্য?
ক. দিবারাত্রির কাব্য
খ. মেঘনাদবধ কাব্য
গ.দুঃখী জননীর কাব্য
ঘ. ত্রয়োদশপদী কাব্য
উত্তর: খ. মেঘনাদবধ কাব্য
৪. কোনটি মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রহসন?
ক. তিলোত্তমাসম্ভব কাব্য
খ. একেই কি বলে সভ্যতা
গ. কৃষ্ণকুমারী
ঘ. শর্মিষ্ঠা
উত্তর:খ. একেই কি বলে সভ্যতা
৫. বাংলা কাব্যে 'সনেট' প্রবর্তন করেন কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. জীবনানন্দ দাশ
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর:গ. মাইকেল মধুসূদন দত্ত
৬. 'কপোতাক্ষ নদ' কবিতাটির রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. জীবনানন্দ দাশ
উত্তর: গ. মাইকেল মধুসূদন দত্ত
৭. মাইকেল মধুসূদন দত্তের জন্মতারিখ কোনটি?
ক. ২২শে মার্চ ১৮১৯
খ. ২৫শে জানুয়ারি ১৮২৪
গ. ২৬শে জুন ১৮৪২
ঘ. ২৮শে নভেম্বর ১৮৪৪
উত্তর: খ. ২৫শে জানুয়ারি ১৮২৪
৮. মাইকেল মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. পাবনা খ. বরিশাল
গ. রাজশাহী ঘ. যশোর
উত্তর:ঘ. যশোর
৯. মাইকেল মধুসূদন দত্তের গ্রামের নাম কী?
ক. নিমতা খ. পেঁড়ো
গ. কাঞ্চনপুর ঘ. সাগরদাঁড়ি
উত্তর:ঘ. সাগরদাঁড়ি
১০. স্কুলজীবন শেষে মাইকেল মধুসূদন দত্ত কোথায় ভর্তি হন?
ক. প্রেসিডেন্সি কলেজে খ. সংস্কৃত কলেজে
গ. হিন্দু কলেজে ঘ. কলকাতা কলেজে
উত্তর:গ. হিন্দু কলেজে
১১. হিন্দু কলেজে অধ্যয়নকালে কোন বিষয়ের প্রতিমাইকেল মধুসূদন দত্তের তীব্র আবেগ জন্ম নেয়?
ক. বাংলা সাহিত্য খ. ইংরেজি সাহিত্য
গ. সংস্কৃত সাহিত্য ঘ. ফরাসি সাহিত্য
উত্তর:খ. ইংরেজি সাহিত্য
১২. মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিষ্টধর্মে দীক্ষিত হন?
ক. ১৮২৪ খ. ১৮৩২
গ. ১৮৪২ ঘ. ১৮৪৮
উত্তর: গ. ১৮৪২
১৩.'কপোতক্ষ নদ' কী ধরনের কবিতা?
ক. মহাকাব্য খ. চতুর্দশপদী
গ. রম্য ঘ. গদ্যধর্মী
উত্তর:খ. চতুর্দশপদী
১৪. আঙ্গিক বিবেচনায় 'কপোতাক্ষ নদ'- কে কী বলা যায়?
ক. ঞৎধমবফু খ. ঝড়হহবঃ
গ. ঋড়ৎপব ঘ. ঊঢ়রপ
উত্তর: ক. ঞৎধমবফু
১৫. 'কপোতাক্ষ নদ কবিতার প্রথম আট চরণের অন্ত্যমিল কীরূপ?
ক. কখখক কখখক খ. কখকখ কখখক
গ. কখখগ কখখগ ঘ. কখগক কখগক
উত্তর: খ. কখকখ কখখক
১৬. 'কপোতাক্ষ নদ' কবিতার ষষ্টকের অন্ত্যমিল কীরূপ?
ক. ঘঙচ ঘঙচ খ. ঘঙ ঘঙ চচ
গ. গঘগঘগঘ ঘ. গঘঙ গঘঙ
উত্তর:গ. গঘগঘগঘ
১৭. 'কপোতাক্ষ নদ' কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তর্গত?
ক. শর্মিষ্ঠা খ. বীরাঙ্গনা কাব্য
গ. চতুর্দশপদী কবিতাবলি ঘ. ব্রজাঙ্গনা কাব্য
উত্তর: গ. চতুর্দশপদী কবিতাবলি
১৮. 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির কী প্রকাশিত হয়েছে?
ক. প্রকৃতিপ্রেম খ.স্মৃতিকাতরতা
গ. উদাসীনতা ঘ. ভ্রমণপ্রিয়তা
উত্তর: খ.স্মৃতিকাতরতা
১৯. কখন মধুসূদন দত্তের নামের আগে মাইকেল যুক্ত হয়?
ক. খ্রিষ্টধর্ম গ্রহণের পর
খ. ফ্রান্সে যাওয়ার পর
গ. ইংরেজি কবিতা লেখার পর
ঘ. ইংরেজ নারীকে বিয়ের পর
উত্তর:ক. খ্রিষ্টধর্ম গ্রহণের পর
২০. পাশ্চাত্যের জীবনযাপনের প্রতি তীব্র আকাঙ্ক্ষা মাইকেল মধুসূদন দত্তকে কোন ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে?
ক. ইংরেজি ভাষায় খ. ফরাসি ভাষায়
গ. পর্তুগিজ ভাষায় ঘ. গ্রিক ভাষায়
উত্তর: ক. ইংরেজি ভাষায়
২১. কোন ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্তের প্রতিভার যথার্থ বিকাশ ঘটে?
ক. ইংরেজি খ. বাংলা
গ. সংস্কৃত ঘ. ফরাসি
উত্তর: খ. বাংলা
২২. 'কৃষ্ণকুমারী' মাইকেল মধুসূদন দত্তের কী ধরনের রচনা?
ক. কাব্য খ. উপন্যাস
গ. প্রহসন ঘ. নাটক
উত্তর: ঘ. নাটক
২৩. মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক কোনটি?
ক. ব্রজাঙ্গনা খ. পদ্মাবতী
গ. বুড়ো সালিকের ঘাড়ে রোঁ
ঘ. তিলোত্তমাসম্ভব
উত্তর: খ. পদ্মাবতী
২৪. মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিষ্টাব্দে মৃতু্যবরণ করেন?
ক. ১৮৪৩ খ্রিষ্টাব্দে খ. ১৮৫৩ খ্রিষ্টাব্দে
গ. ১৮৬৩ খ্রিষ্টাব্দে ঘ. ১৮৭৩ খ্রিষ্টাব্দে
উত্তর: ঘ. ১৮৭৩ খ্রিষ্টাব্দে
২৫. মাইকেল মধুসূদন দত্তের সর্বদা কার কথা মনে পড়ে?
ক. মায়ের কথা খ. কপোতাক্ষ নদের কথা
গ. সন্তানের কথা ঘ. পিতার কথ
উত্তর: খ. কপোতাক্ষ নদের কথা
২৬. মাইকেল মধুসূদন দত্ত সর্বদা কিসের কলকল ধ্বনি শুনতে পান?
ক. স্বদেশের নদের স্রোতধারার
খ.স্বদেশের দিঘির স্রোতধারার
গ. বিদেশের নদীর স্রোতধারার
ঘ. বিদেশের সমুদ্রের স্রোতধারার
উত্তর: ক.স্বদেশের নদের স্রোতধারার
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়