প্রশ্ন:ব্যাকরণ চর্চার আদিভূমি কোন দেশ-
উত্তর: গ্রিস।
প্রশ্ন: সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে রাষ্ট্র হয়েছিলো-
উত্তর: ১৫ টি।
প্রশ্ন:আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত করা হয়-
উত্তর: ১৯৯১ সালে।
প্রশ্ন:ঈওঝ এর সদস্য-
উত্তর:১১টি।
প্রশ্ন:ককেশাস অঞ্চলে অবস্থিত-
উত্তর:ইউরোপে।
প্রশ্ন:স্টেট ডুমা যে দেশের আইনসভা-
উত্তর: রাশিয়া।
প্রশ্ন:রাশিয়ার পূর্বাঞ্চল সর্ববৃহৎ শহর-
উত্তর: ভস্নাদিভস্টক।
প্রশ্ন:পারসিক ধর্মের প্রবর্তক-
উত্তর:জরথ্রুস্ট।
প্রশ্ন:সবচেয়ে বেশি পামওয়েল উৎপন্ন হয়-
উত্তর: মালয়েশিয়া।
প্রশ্ন:জাপান সাগরের তীরে রুশ বন্দর ও নৌঘাঁটি-
উত্তর:ভস্নাদিভোস্টক।
প্রশ্ন:আয়তনে পৃথিবীর ছোট দেশ-
উত্তর:ভ্যাটিকান।
প্রশ্ন:যে দেশের সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত-
উত্তর: রাশিয়া।
প্রশ্ন:'অরেঞ্জ বিপস্নব" সংঘটিত হয়-
উত্তর: ইউক্রেনে।
প্রশ্ন:বিশ্বের প্রথম ব্যাংক প্রতিষ্টিত হয়-
উত্তর: চীন।
প্রশ্ন:পৃথিবীর প্রশস্ততম নদী-
উত্তর: আমাজন।
প্রশ্ন: পাবলো পিকাসো জন্মগ্রহণ করেন-
উত্তর: স্পেনে।
প্রশ্ন:সুইজারল্যান্ড এর প্রাচীন নাম-
উত্তর:হেলভেটিয়া।
প্রশ্ন:ফ্যাসিজমের প্রবর্তক-
উত্তর:বেনিটো মুসোলিনি।
প্রশ্ন:ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী-
উত্তর:তুরস্কে।
প্রশ্ন:ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে-
উত্তর:পেরুতে।
প্রশ্ন:ইতালির আইনসভার নাম-
উত্তর:পার্লামেন্ট।
প্রশ্ন:বিশ্বের মানচিত্রে যে দেশকে 'লং সু' মনে হয়-
উত্তর:ইতালি।
প্রশ্ন:আধুনিক জার্মানির জনক-
উত্তর: অটোভন বিসমার্ক।
প্রশ্ন:'যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন।'-
উত্তর:এডলফ হিটলার।
প্রশ্ন:ইউরোপের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ-
উত্তর: আইসল্যান্ড।