৭৬. ১৬০১ দরিদ্র আইন প্রণয়ন করেন কে?
ক) রাজা অষ্টম হেনরি
খ) রানী এলিজাবেথ
গ) রাজা জুয়ান কারলোস
ঘ) রানী দ্বিতীয় এলিজাবেথ
উত্তর:খ) রানী এলিজাবেথ
৭৭. ১৩৪৯ সাল থেকে ১৫৯৭ সাল পর্যন্ত ইংল্যান্ডে কতটি দরিদ্র আইন প্রণীত হয়?
ক) ৪৪টি খ) ৪৩টি
গ) ৪২টি ঘ) ৪১টি
উত্তর:গ) ৪২টি
৭৮. বিভারিজ রিপোর্টে কয়টি সমস্যা চিহ্নিত করা হয়?
ক) চারটি খ) পাঁচটি
গ) ছয়টি ঘ) সাতটি
উত্তর:খ) পাঁচটি
৭৯. বিভারিজ রিপোর্ট কত সালে প্রকাশিত হয়?
ক) ১৯৪০ সালে খ) ১৯৪১ সালে
গ) ১৯৪২ সালে ঘ) ১৯৪৩ সালে
উত্তর:গ) ১৯৪২ সালে
৮০. আমেরিকায় কত সালে ঈঙঝ গঠিত হয়?
ক) ১৮৬৯ সালে খ) ১৮৭৩ সালে
গ) ১৮৭৭ সালে ঘ) ১৯৫৫ সালে
উত্তর:গ) ১৮৭৭ সালে
৮১. দান সংগঠন সমিতি মূলত কোন মনীষীর মতবাদ দ্বারা পরিচালিত হতো?
ক) থমাস ম্যালথাসের খ) থমাস চালমাসের
গ) ম্যরি রিচমন্ডের ঘ) ফ্রিডল্যান্ডারের
উত্তর:খ) থমাস চালমাসের
৮২.'এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়াক' গ্রন্থটি কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত হয়?
ক) ঈঙঝ খ) ঈঝডঊ
গ) ঘঅঝড ঘ) অঅঝঝড
উত্তর:গ) ঘঅঝড
৮৩. শিল্প বিপস্নবের ফলে যেটির উদ্ভব ঘটে-
র) ব্যক্তিস্বান্ত্র্যবাদ
রর) পুঁজিবাদ
ররর) সমাজতন্ত্রবাদ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর: ঘ) র, রর ও ররর
অসুস্থতা
অজ্ঞতা
অপরিচ্ছন্নতা
অলসতা
অভাব
৮৪. উপরের চক্রটি কী বোঝাচ্ছে?
ক) দারিদ্র্যের দুষ্টচক্র
খ) বিভারিজ রিপোর্টের দুষ্টচক্র
গ) বেকারত্বে দুষ্টচক্র
ঘ) নিম্ন জীবনমানের দুষ্টচক্র
উত্তর:খ) বিভারিজ রিপোর্টে দুষ্টচক্র
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৮৫ ও ৮৬ নং প্রশ্নের উত্তর দাও।
১৭৮০ সাল থেকে ১৮৫০ সালের মধ্যবর্তী সময়ে একটা সুদূরপ্রসারী ও দীর্ঘ সময়ব্যাপী সামাজিক বিপস্নব বিশ্বের অর্থনীতি, রাজনীতি এবং চিন্তাধারায় আমূল পরিবর্তন বয়ে আনে। এর ফলে ইউরোপ তথা সমগ্র পৃথিবীতে নতুন যুগের সূচনা হয়।
৮৫. উদ্দীপকে উলিস্নখিত বিপস্নব বা আমূল পরিবর্তনের নাম কী?
ক) রুশ বিপস্নব খ) সবুজ বিপস্নব
গ) ফরাসি বিপস্নব ঘ) শিল্প বিপস্নব
উত্তর:ঘ) শিল্প বিপস্নব
৮৬. উদ্দীপকের ঘটনাটির ইতিবাচক প্রভাব কোনটি?
র) বস্তুগত উন্নয়ন
রর) সমাজকর্মের উদ্ভব
ররর) জটিল সমস্যার উদ্ভব
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর:ক) র ও রর
৮৭. শিল্প বিপস্নবের প্রথম সূচনা হয় কোন দেশে?
ক) ভারতে খ) মার্কিন যুক্তরাষ্ট্রে
গ) ইংল্যান্ডে ঘ) জার্মানিতে
উত্তর:গ) ইংল্যান্ডে
৮৮. ইংল্যান্ডে দান সংগঠন সমিতি গঠিত হয় কত সালে?
ক) ১৮৬৯ সালে খ) ১৮৭৩ সালে
গ) ১৯৫২ সালে ঘ) ১৯৫৫ সালে
উত্তর:ক) ১৮৬৯ সালে
৮৯. চড়ড়ৎ খধি টহরড়হ এর অন্যতম বৈশিষ্ট্য কী?
ক) রাজকীয় বোর্ড খ) দরিদ্র বোর্ড
গ) অর্থ বোর্ড ঘ) অভিভাবক বোর্ড
উত্তর:ঘ) অভিভাবক বোর্ড
৯০. ১৬০১ সালের দরিদ্র আইনে দরিদ্রদের কয়টি ভাগে ভাগ করা হয়?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
উত্তর:খ) ৩টি
৯১. পেশাদার সমাজকর্মের প্রয়োজন অনুভূত হয় কখন?
ক) শিল্প বিপস্নবের আগে
খ) শিল্প বিপস্নবের পরে
গ) প্রথম বিশ্ব যুদ্ধের পরে
ঘ) দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পরে
উত্তর:খ) শিল্প বিপস্নবের পরে
৯২. শিল্প বিপস্নব সংঘটিত হয় কত শতাব্দীতে?
ক) পঞ্চদশ খ) ষষ্ঠদশ
গ) সপ্ততদশ ঘ) অষ্টাদশ
উত্তর:ঘ) অষ্টাদশ
৯৩. শিল্প বিপস্নব মানব সভ্যতাকে কয় ভাগে ভাগ করেছে?
ক) দুই খ) তিন
গ) চার ঘ) পাঁচ
উত্তর:ক) দুই
৯৪. সমাজকর্ম পেশার বিকাশে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক) সমাজ সেবামূলক কার্যক্রম
খ) দানশীলতা
গ) শিল্প বিপস্নব
ঘ) বিভারিজ রিপোর্ট
উত্তর: গ) শিল্প বিপস্নব