বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ববিতে ভর্তি পরীক্ষা নিজস্ব পদ্ধতিতে

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
ববিতে ভর্তি পরীক্ষা নিজস্ব পদ্ধতিতে
ববিতে ভর্তি পরীক্ষা নিজস্ব পদ্ধতিতে

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এ বছর নিজস্ব পদ্ধতিতে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৪ জানুয়ারি এ নিয়ে চূড়ান্ত সিদ্বান্তের প্রজ্ঞাপন জারি করেছে।

একাডেমিক কাউন্সিলের ৪৮তম (জরুরি) সভায়, গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন। এছাড়া, আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে স্মাতক (সম্মান)-এর ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে অর্থাৎ নিজস্ব ব্যবস্থাপনায় গ্রহণ করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, আমরা গুচ্ছ থেকে সরে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চাই। ইতোমধ্যে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নোটিশ আকারে জানিয়ে দিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে