বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
জানার আছে অনেক কিছু
জানার আছে অনেক কিছু

প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?

উত্তর: নীলনদ

প্রশ্ন: জাপানের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?

উত্তর: হনসু।

প্রশ্ন: বিশ্বের প্রশস্ততম নদী কোনটি?

উত্তর: আমাজান।

প্রশ্ন: বিশ্বের প্রথম ধুমপান মুক্ত দেশ কোনটি?

উত্তর: ভূটান।

প্রশ্ন: ব্রাসেলস কোন দেশের রাজধানী?

উত্তর: বেলজিয়াম।

প্রশ্ন: কাপ্তাই কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর: কর্ণফুলী।

প্রশ্ন: নিশীত সূর্যের দেশ' বলা হয়-কোন দেশকে?

উত্তর: নরওয়েকে।

প্রশ্ন: পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি ভাগ হয় কত সালে?

উত্তর: ১৯৬১ সালে।

প্রশ্ন: পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রিত হয় কত সালে?

উত্তর: ৩ অক্টোবর ১৯৯০সালে।

প্রশ্ন: মাওরি কোন দেশের অধিবাসী?

উত্তর: নিউজিল্যান্ড।

প্রশ্ন: ইতালির রাজধানী কোন শহরে অবস্থিত?

উত্তর: রোম।

প্রশ্ন: চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কী?

উত্তর: ফেবো।

প্রশ্ন: ঢাকা বিশ্বের কততম মেগা সিটি?

উত্তর: ১১তম।

প্রশ্ন: ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের নাম কি?

উত্তর: এলিসি প্রাসাদ।

প্রশ্ন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে নূন্যতম কতটি ইলেকট্ররাল ভোটের প্রয়োজন হয়?

উত্তর: ২৭০ টি।

প্রশ্ন: বাংলাদেশ ও ভারতকে সুন্দরবনে পৃথক করেছে কোন নদী?

উত্তর: হাড়িয়াভাঙ্গা নদী।

প্রশ্ন: কোন দেশের সরকার প্রধানকে "চ্যান্সেলর" বলা হয়?

উত্তর: জার্মানি ও অস্ট্রিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে