মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সাভার সরকারি কলেজ, সাভার
  ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

৬৫. "সামাজিক নিয়ন্ত্রণ হল সমাজের সদস্যবৃন্দের সমাজস্বীকৃত পন্থায় কাঙ্খিত আচরণ করার একটি প্রক্রিয়া"- সংজ্ঞাটি প্রদান করেছেন কে?

ক) রবার্টসন খ) ম্যাকাইভার

গ) কিংসলে ডেভিস ঘ) জেমস মিজলে

উত্তর: ক) রবার্টসন

৬৬. সামাজিক নিয়ন্ত্রণের বাহন কোনটি?

ক) ধর্ম খ) পরিবার

গ) গণমাধ্যম ঘ) উপরের সবগুলো

উত্তর: ঘ) উপরের সবগুলো

৬৭. গড়াবসবহঃ শব্দটির বাংলা প্রতিশব্দ কোনটি?

ক) আন্দোলন খ) সংগ্রাম

গ) মিছিল ঘ) সংষ্কার

উত্তর: ক) আন্দোলন 

৬৮. "সামাজিক আন্দোলন হল নতুন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার একটি দলীয় প্রচেষ্টা।"- সংজ্ঞাটি কার?

ক) রবার্টসন খ) ম্যাকাইভার

গ) কিংসলে ডেভিস ঘ) বস্নম্নমার

উত্তর: ঘ) বস্নম্নমার

৬৯. 'সংস্কার' শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি?

ক) জবংযঁভভষব খ) জবভড়ৎস

গ) জবপযধহমব ঘ) জবধৎৎধহমব

উত্তর: খ) জবভড়ৎস

৭০. সংষ্কার শব্দটির আভিধানিক অর্থ-

র) সংশোধন

রর) পরিবর্তন

ররর) পরিমার্জন

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর 

উত্তর: ঘ) র, রর ও ররর 

৭১. ঊষবসবহঃং ড়ভ ঝড়পরধষ ডবষভধৎব-গ্রন্থটির লেখক কে?

ক) জড়নবৎঃ খ. ইধৎশবৎ 

খ) গফ অষর অশনধৎ

গ) জধস ঘধঃয ঝযধৎসধ

ঘ) ঔধসবং গরফমষবু

উত্তর: ক) জড়নবৎঃ খ.ইধৎশবৎ 

৭২. সামাজিক আন্দোলনের বিশেষ রূপ হল-

ক) সামাজিক কার্যক্রম

খ) সমাজ সংস্কার

গ) সামাজিক নিয়ন্ত্রণ

ঘ) সামাজিক নিরাপত্তা

উত্তর: খ) সমাজ সংস্কার

৭৩. সামাজিক আন্দোলন এবং সমাজ সংস্কারের মধ্যে সাদৃশ্য রয়েছে। কারণ- 

র) উভয় ইতিবাচক পরিবর্তনে বিশ্বাসী 

রর) উভয় সামাজিক উন্নয়নে বিশ্বাসী 

ররর) উভয়ই অবকাঠামোগত উন্নয়নে বিশ্বাসী

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর

খ) রর ও ররর

গ) র ও ররর

ঘ) র, রর ও ররর 

উত্তর: ক) র ও রর

৭৪. উপমহাদেশে সামাজিক আন্দোলনের অন্যতম উদাহরণ হল-

ক) সতীদাহ প্রথা উচ্ছেদ আন্দোলন

খ) হিন্দু বিধবা বিবাহ আন্দোলন

গ) আলীগড় আন্দোলন

ঘ) উপরের সবগুলো

উত্তর: ঘ) উপরের সবগুলো

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭৫ ও ৭৬ নং প্রশ্নের উত্তর দাও।

নিরাপদ কর্মপরিবেশ, মজুরি বৃদ্ধি, সময়মতো বেতন পরিশোধের দাবিতে রাস্তা অবরোধ করে প্রায়ই গার্মেন্ট শ্রমিকদের আন্দোলন করতে দেখা যায়। দাবি আদায়ে কখনো কখনো হরতাল বা অনশনের মত কর্মসূচিও পালন করে থাকে তারা।

৭৫. উদ্দীপকে উলিস্নখিত শ্রমিকদের আন্দোলন সামাজিক আন্দোলনের কোন পর্যায়কে নির্দেশ করে?

ক) প্রাক-প্রাথমিক পর্যায়

খ) প্রাথমিক পর্যায়

গ) মাধ্যমিক পর্যায়

ঘ) চূড়ান্ত বা বাস্তবায়ন পর্যায়

উত্তর: ঘ) চূড়ান্ত বা বাস্তবায়ন পর্যায়

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে