শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১২ দিনের ছুটি

শিক্ষা জগৎ ডেস্ক
  ১১ মার্চ ২০২৫, ০০:০০
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১২ দিনের ছুটি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১২ দিনের ছুটি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে (রবি) স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শব-ই-কদর ও ঈদুলফিতর উপলক্ষে ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া ৯ মার্চ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার অনুযায়ী ছুটিতে যাবে বিশ্ববিদ্যালয়। ছুটি কমবেশি হবে কিনা এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি।' বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত জরুরি পরিষেবা ব্যতীত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিকসহ সব কার্যক্রম বন্ধ থাকবে।

মোট ১২ দিনের বন্ধ হলেও ছুটি শুরুর আগে এবং ছুটির শেষে শুক্রবার ও শনিবার থাকায় মোট ১৬ দিনের ছুটি পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা ও কর্মচারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে