মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

তৌসিফ-সাফার 'থার্ড চান্স'

বিনোদন রিপোর্ট
  ১৬ অক্টোবর ২০২১, ০০:০০
তৌসিফ-সাফার 'থার্ড চান্স'
তৌসিফ-সাফার 'থার্ড চান্স'

রোমান্টিক নাটকের জুটি হিসেবে সাড়া জাগিয়েছেন তৌসিফ মাহবুব ও সাফা কবির। এবার তারা জুটি বাঁধলেন আরও একটি নাটকে। নাটকের নাম 'থার্ড চান্স'। এটি রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা বাবু সিদ্দিকী। নাটকটিতে আরও আছেন মাসুম বাশার, রকি খান, এ্যাথেনাসহ আরও অনেকে।

গল্পে দেখা যাবে, অবসরপ্রাপ্ত জামান সাহেবের একমাত্র মেয়ে অবনী। তার খুব ভালো বন্ধু আবির। তাদের দুজনের বন্ধু সাদিয়া। পড়াশোনার পাঠ চুকালেও তিন বন্ধুর সম্পর্ক এখনো অটুট রয়ে গেছে। এভাবেই নাটকের গল্প এক সময় মোড় নেয় অন্যদিকে। নির্মাতা জানান, নাটকটি শিগগিরই আরটিভিতে প্রচার হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে