কনসার্টের মৌসুমেও শিল্পীরা বেকার
ইউরোপ-আমেরিকা তথা পশ্চিমা দেশগুলোয় কনসার্ট জমে গ্রীষ্মকালে, আর বাংলাদেশে শীতে। চাদর আর গরম জামা জড়ানো হুড়মুড়িয়ে শীত (পৌষ ও মাঘ) নামার আগেই কার্তিকে ঢাকা ও ঢাকার বাইরে কনসার্টের হিড়িক পড়ে। ঢাকার আর্মি স্টেডিয়াম, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), আলোকি, কেআইবি