আবারও স্বদর্পে তারিন জাহান
ছোটপর্দার আলোচিত অভিনেত্রী তারিন জাহান। ক্যারিয়ারের দীর্ঘ সময় পার করলেও এখনো মাতিয়ে রেখেছেন দর্শকদের। রূপে, গুণে আর সাবলীল অভিনয়ে এখনো বাড়তি আকর্ষণ সবার কাছে। পরিপাটি গল্পের নাটকে তার নিখুঁত অভিনয়ে দর্শক মুগ্ধ হন বরাবরই। শৈল্পিক গুণ আর অভিনয় দক্ষতায় এখনো