সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

আইসিইউতে অভিনেতা পারভিন দাবাস

বিনোদন ডেস্ক
  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আইসিইউতে অভিনেতা পারভিন দাবাস
আইসিইউতে অভিনেতা পারভিন দাবাস

'খোসলা কা ঘোসলা' সিনেমা দিয়ে দর্শকের মন জয় করেছিলেন অভিনেতা পারভিন দাবাস। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি। গত শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পারভিন দাবাস বর্তমানে ভারতের বান্দ্রা এলাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। পারভিন দাবাসের সঙ্গে রয়েছেন স্ত্রী প্রীতি জাঙ্গিয়ানি। অভিনেতার স্পোর্টস টিম প্রো পাঞ্জা লিগের তরফ থেকে বিবৃতি দুর্ঘটনার খবর জানানো হয়েছে, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে প্রো পাঞ্জা লীগের সহ-প্রতিষ্ঠাতা পারভিন দাবাস হাসপাতালে ভর্তি। তিনি এই মুহূর্তে হলি ফ্যামিলি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। বিবৃতি আরও বলা হয়েছে, ২১ সেপ্টেম্বর ভোরে বান্দ্রায় একটা দুর্ভাগ্যজনক গাড়ি দুর্ঘটনা হয়। ঘটনার বিশদ বিবরণ এখনো পুরোপুরি সামনে আসেনি। তবে আমরা নিশ্চিত করছি যে পারভিন দাবাস বর্তমানে চিকিৎসাধীন। আমরা এই কঠিন সময়ে পারভিন ও তার পরিবারের সঙ্গে রয়েছি। 'খোসলা কা ঘোসলা' সিনেমাতে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন পারভিন দাবাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে