গত বছরের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে গিয়েছিলেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। সেখান থেকে আর ফেরা হয়নি তার। গত ২০ জুলাই ভার্জিনিয়াতে দ্বিতীয় কনসার্ট শুরুর আগে অসুস্থ বোধ করলে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানে লাইফ সাপোর্টে রাখার পর ২৪ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান তিনি। শাফিনের মৃতু্যর প্রায় সাত মাস পরে তাকে ট্রিবিউট করে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। আগামী ১৩ ফেব্রম্নয়ারি রাজধানীর তেজগাঁওয়ের আলোকি'তে অনুষ্ঠিত হবে 'শাফিন আহমেদ : ইকোস অব আ লিজেন্ড' শিরোনামের কনসার্টটি। ১৪ ফেব্রম্নয়ারি শাফিনের জন্মদিন। এর আগেই হচ্ছে এই কনসার্ট। যেখানে অংশ নেবে দেশের সেরা পাঁচটি ব্যান্ড। সেগুলো হলো- মাইলস, দলছুট, ফিডব্যাক, আর্টসেল, অ্যাভয়েড রাফা, র?্যাপার অজি। এছাড়া, দেখানো হবে শিল্পীর জীবন ও ক্যারিয়ারের আলোকে তৈরি একটি ডকুমেন্টারিও।
শাফিন আহমেদ মারা যাওয়ার পর স্থবির হয়ে পড়েছিল তার ফেসবুক পেজের কার্যক্রম। বৃহস্পতিবার এই পেজে তার পরিবার থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়, পেজটিতে এখন থেকে নিয়মিত শাফিন আহমেদের গান, বিভিন্ন সময়ের স্মৃতি শেয়ার করা হবে। এমনটা জানানোর এক দিন পরই পেজটি শাফিন আহমেদ স্মরণে কনসার্টের খবর দিয়েছে।
সেখানে কনসার্টের বিস্তারিত তথ্য জানিয়ে লেখা হয়েছে, 'বাংলাদেশের সঙ্গীতের একজন সত্যিকারের আইকন শাফিন আহমেদের জীবন ও সমৃদ্ধ কর্মজীবন স্মরণ করার জন্য অবিস্মরণীয় এক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। ইকোস অব আ লিজেন্ড তাকে উৎসর্গ করে কেবল একটি কনসার্ট নয়, রক ও পপ জগতে শাফিন আহমেদের অতুলনীয় অবদানের কথা তুলে ধরা হবে এ আয়োজনে।'
'শাফিন আহমেদ : ইকোস অব আ লিজেন্ড' কনসার্টটি আয়োজন করেছে ভেলভেট ইভেন্টস। ইতোমধ্যে গেট সেট রক ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। দুই ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট; দাম ৩ হাজার টাকা (ভিআইপি) ও ১ হাজার ৫০০ টাকা (রেগুলার)। আয়োজন শুরু হবে ১৩ ফেব্রম্নয়ারি রাত ৯টায়। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে সন্ধ্যা ৬টায়।
বাংলা রক সঙ্গীত কিংবা ব্যান্ডসঙ্গীত যাই বলনু না কেন, এই শব্দগুলোর মাঝেই শাফিন আহমেদের নামটি জড়িয়ে আছে। কিংবদন্তি সুরকার ও সঙ্গীত পরিচালক কমল দাশগুপ্ত এবং সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম দম্পতির সন্তান শাফিন আহমেদ ছোটবেলা থেকেই গানের ভেতর বড় হন। বাবার কাছে কিছুদিন উচ্চাঙ্গ সঙ্গীত, মায়ের কাছ থেকে নজরুল সঙ্গীত শেখেন এবং নিজের প্রচেষ্টায় পাশ্চাত্য সঙ্গীত শেখেন। এরপর পড়াশুনার সুবাদে ইংল্যান্ডে পাড়ি জমান।
শান্তশিষ্ট শৈশব, দুরন্ত কৈশোর এর পাশাপাশি একজন সঙ্গীতপ্রেমী হিসেবেই শাফিন আহমেদের বেড়ে ওঠা। এরপর থেকেই তৎকালীন বহু জনপ্রিয় ইংরেজি গান কাভার করা শুরু করেন এবং ব্যান্ড মিউজিক গড়ে তোলার ব্যাপারে সক্রিয় হন। প্রথম ব্যান্ড বারক এবং পরবর্তী সময়ে ঐতিহাসিক মাইলস ব্যান্ডকে দেশে এবং দেশের বাইরে জনপ্রিয় করে তোলেন।
১৯৭৯ সালে শাফিন আহমেদ গড়ে তোলেন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা জনপ্রিয় ব্যান্ড দল মাইলস। ১৯৮২ সালে প্রথম অ্যালবাম 'মাইলস' এবং ১৯৮৬ সালে 'স্টেপ ফাদার' দিয়ে মাইলসের নিজস্ব গান বাজারে আসে। এরপর ১৯৯১ সালে রিলিজ হয় প্রথম বাংলা অ্যালবাম 'প্রতিশ্রম্নতি' এই অ্যালবামের চাঁদ-তারা গানটি তখন বিপুল জনপ্রিয়তা পায়। সেই থেকে শুরু করে মৃতু্যর আগপর্যন্ত শত শত শ্রোতপ্রিয় গান উপহার দিয়েছেন উপমহাদেশের এই অন্যতম সঙ্গীত তারকা। চাঁদ-তারা সূর্য, দরদিয়া, প্রথম প্রেমের মতো, জাদু, কতকাল খুঁজবো তোমায়, ধি কি ধি কি, পাহাড়ি মেয়ে, পিয়াসি মন, জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও এর মতো তুমলু জনপ্রিয় গানগুলো আজও শ্রোতাপ্রিয়।