মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ভালোবাসা দিবসে আগুনের 'এক গস্নাস নীরবতা'

বিনোদন রিপোর্ট
  ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ভালোবাসা দিবসে আগুনের 'এক গস্নাস নীরবতা'
ভালোবাসা দিবসে আগুনের 'এক গস্নাস নীরবতা'

গানে এখনো নিয়মিত নব্বই দশকের সুপারহিট গায়ক আগুন। সম্প্রতি প্রকাশ হয়েছে তার কণ্ঠে 'আমি তোমারে হারালে মরিব' শিরোনামের একটি গান। এতে তার সহশিল্পী ছিলেন সালমা। গানটি লিখেছেন ও সুর করেছেন এ আর রাজ। প্রকাশের পর গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে আগ্রহ দেখা গেছে বেশ।

আগুন জানান, আগামী ভালোবাসা দিবসে তার কণ্ঠে একক আরেকটি নতুন মৌলিক গান প্রকাশ পাবে। এর শিরোনাম 'এক গস্নাস নীরবতা'। গানটি লিখেছেন ও সুর করেছেন আলী আকতার রুনু। নতুন দুই গান প্রসঙ্গে আগুন বলেন, 'সালমা খুব চমৎকার গায়। আমার সঙ্গে দ্বৈত গানটিতে বেশ ভালো গেয়েছে। এটি বেশ মেলোডিয়াস একটি গান। শ্রোতাদের ভালো লাগছে, এটা একটু একটু করে বুঝতে পারছি। সময় গড়ালে এটি আরও শ্রোতাপ্রিয়তা পাবে বলে বিশ্বাস করি। অন্যদিকে, এক গস্নাস নীরবতা গানটিও বেশ ভালো হয়েছে। এটি নিয়ে আমি খুব আশাবাদী।'

এদিকে গতকাল ছিল আগুনের জন্মদিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন তার জন্ম হয়। আগুন রাজধানীর উদয়ন স্কুলে পড়ার সময় জীবনে প্রথম গান লিখেন, সুর করেন। গানের কথা ছিল এমন 'রেল সড়কের বস্তিতে যে ভাঙা একটা ঘর, সেইখানেতে বসত করে অশ্রম্ন কারিগর, ঘরের মানুষ রিকশা চালায় সারাটা দিন ধইরা, মানুষেরই ভার টানে নিজে মানুষ হইয়া।' তবে, এই গানটি আজও প্রকাশ পায়নি। ইচ্ছা আছে গানটি প্রকাশ করার। আগুনের বাবা খান আতাউর রহমান আগুনকে প্রথম নবম শ্রেণিতে একটি গিটার কিনে দেন। সেই গিটার নিয়ে তিনি তার এক ভাই ওয়াহিদের কাছে প্রথম গিটার বাজানো শেখেন। এরপর তিনিসহ আরও চারজন মিলে ব্যান্ডদল 'সাডেন' গঠন করেন। আগুনের একক অ্যালবামগুলোর মধ্যে উলেস্নখযোগ্য হচ্ছে 'কী যে বান্না পেয়েছিল', 'কত দুঃখে আছি', 'এই শহরে', 'আগের মতো নেই', 'সানাই' ইত্যাদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে