অনেকদিন পর আদিত্য বিক্রম সেনগুপ্তের সিনেমা 'মায়ানগর' দিয়ে বড় পর্দায় ফিরলেন শ্রীলেখা মিত্র। তার এই ছবিটি ২০২১ সালে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়। বেশ লম্বা সময় পর অবশেষে বড়পর্দায় মুক্তি পেল সিনেমাটি। শুক্রবার এ সিনেমার প্রিমিয়ারে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী।
শ্রীলেখা বলেন, 'আমি নতুন করে নিজেকে প্রমাণ দেওয়ার পরীক্ষায় পাস করলাম। ফেল তো করবই না কিন্তু কীভাবে পাস করলাম, সেটা মনে হয় গুরুত্বপূর্ণ। মাঝে অনেকগুলো বছর কেটে গেছে। অনেক দিন থেকে অপেক্ষা করে বসেছিলাম। বারবার মুক্তির কথা হয়েও পিছিয়ে গেছে। তখন খানিকটা হতাশ হয়ে পড়ি। কিন্তু যখন ইন্ডাস্ট্রি আমাকে খরচের খাতায় ফেলে দিয়েছিল ঠিক তখনই এই সিনেমাটি এলো। এখানে আমি কামব্যাক করলাম বলব না কিন্তু একটা ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করলাম মাত্র।'
তিনি আরও বলেন, বর্তমানে অনেক ভালো ভালো বাংলা সিনেমা হচ্ছে। কিন্তু আমাদের এই সিনেমাটি বর্তমান সময়ানুযায়ী রাজনৈতিক ও আর্থসামাজিক অবস্থা নিয়ে, অন্যরকমের গল্প বলবে। তবে এটা আমার একার সিনেমা নয়। এই সিনেমার মূল চরিত্র হচ্ছে- কলকাতা শহর। সেখানে থাকা কিছু মানুষের গল্প। তারা কি এই পরিবর্তনশীল কলকাতায় কেউ থমকে গেছে? এই বদলের সঙ্গে মানিয়ে নিতে পারছে না? সেটা নিয়েই আমাদের সিনেমা।
এই ছবির হাত ধরেই বিশ্বদরবারে আরও একবার সম্মানিত হয়েছিল বাংলা ছবি। শ্রীলেখা বলেন, কুড়ি বছর বাদে কোনো বাংলা ছবির হয়ে প্রতিনিধিত্ব করেছিলাম। রেড কার্পেটে হেঁটেছিলাম। আমি ভেনিস গিয়েছিলাম। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমাদের সিনেমার প্রিমিয়ার হয়েছিল। ভারত থেকে সেই বছর একটাই সিনেমা নির্বাচিত হয়েছিল, আর সেটি হচ্ছে- আমাদের সিনেমা 'মায়ানগর'। তখন এর নাম ছিল 'ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা' আর এখন এই সিনেমার নাম 'মায়ানগর'। বিশ্বদরবারে যে অভ্যর্থনা আমি পেয়েছি, তাতে আমি আপস্নম্নত। আসলে এখানে তো ঘরকা মুরগি ডাল বরাবর। তবে ঠিক আছে। ওদের কাছে ভারতীয় সিনেমা মানেই ছিল বলিউড। আমাদের এই ছবি দেখে ওরা বলেছিলেন- 'তোমার ওখানে এ ধরনের সিনেমাও হয়!' ওরা মন থেকে আমাদের সিনেমাটা পছন্দ করেছিলেন।
কিন্তু ছবির প্রিমিয়ারে প্রচুর দর্শক যে এসেছিলেন তা নয়। বেশ কিছু সিট ফাঁকা দেখে অভিনেত্রী বলেন, সিটগুলো খালি দেখে আমার খুব মন খারাপ লাগছে। সব বড় বড় পরিচালকের ক্ষেত্রে সিটগুলো ভর্তি থাকে তো। তারপর অভিনেত্রী তার সহ-অভিনেতাদের দিকে তাকিয়ে প্রশ্ন করেন- 'ভুল বললাম আমি আবার?' তখন অবশ্য বাকিরা হালকা হাসেন। তারপরই অভিনেত্রী দর্শকদের অনুরোধ জানান অন্য দর্শকদের সিনেমার বিষয়ে বলার জন্য।
প্রসঙ্গত, কিছুদিন আগে বাংলাদেশের 'তরী' সিনেমায় যুক্ত হয়েছেন শ্রীলেখা মিত্রকে। এটি নির্মাণ করছেন রাশিদ পলাশ। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে সিনেমাটির শুটিং করতে ঢাকায় আসার কথা রয়েছে তার।