হলিউডের জনপ্রিয় স্পাই-অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি 'মিশন ইম্পসিবল' দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মুগ্ধ করে আসছে। এ পর্যন্ত মুক্তি পেয়েছে সিরিজের সাতটি কিস্তি, আর এখন অপেক্ষা চলছে অষ্টম সিরিজ 'মিশন ইম্পসিবল : ডেড রেকনিং- পার্ট টু' মুক্তির। ছবিটি আগামী ২৩ মে প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে। তবে গুঞ্জন উঠেছে, এই কিস্তিই হতে পারে ইথান হান্টের শেষ অভিযান! যদিও ছবির নায়ক টম ক্রুজ এবং পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলেননি, তবুও তাদের বক্তব্যে পাওয়া গেছে কিছু ইঙ্গিত।
\হএক সাক্ষাৎকারে সিরিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে ক্রুজ বলেছেন, 'এই সিনেমাটি পুরো ফ্র্যাঞ্চাইজির জন্য এক মহাকাব্যিক ও আবেগঘন যাত্রা। তবে এখনই কিছু বলা কঠিন, কারণ এটি এমন কিছু- যা দর্শকদের অনুভব করতে হবে।'
অন্যদিকে, পরিচালক ম্যাককোয়ারি জানিয়েছেন, 'আমি চাই, এই সিনেমাটি ৩০ বছরের গল্পের একটি সন্তোষজনক পরিণতি হয়ে উঠুক। সিনেমার নাম শুনেই দর্শক বুঝতে পারবেন যে এটি কিসের ইঙ্গিত দিচ্ছে।'
যদিও প্রচারণার উপাদান ও সিনেমার নাম ইঙ্গিত দিচ্ছে 'শেষ মিশনের' দিকে, তবে টম ক্রুজ নিজে এখনই বিদায় নেওয়ার পক্ষে নন।