মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

এবার পপিকে নিয়ে যা বললেন ওমর সানী

বিনোদন রিপোর্ট
  ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
এবার পপিকে নিয়ে যা বললেন ওমর সানী

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত  সাদিকা পারভিন পপি, ক্যারিয়ারের দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা। পেয়েছেন কোটি ভক্তের ভালোবাসাও। দর্শকপ্রিয়  এই নায়িকা দীর্ঘ সময় অন্তরালে ছিলেন। অজানা কারণে হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী।  প্রথমদিকে পপির অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কিন্তু সময় যতই এগোতে থাকে ততই তাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়। নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুঁজতে বেরিয়ে আসে তার গোপন সংসার ও সন্তান জন্মের খবর। বিয়ে করে এখন পুরোদস্তুর সংসারী পপি। শোবিজে নেই তার কারও সঙ্গে যোগাযোগ।

সম্প্রতি পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন। সোমবার খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়। জিডির সূত্র ধরে জানা যায়, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কলেস্নাল মজুমদার, শিপনসহ সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি, ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।অনেক দিন ধরে আড়ালে ছিলেন পপি। আড়াল থেকেই মুখ খুলেছিলেন। এবার এলেন ক্যামেরার সামনে। দীর্ঘ ৩ বছর পর সামনে এসে পপি বললেন, দেহটা ছাড়া কিছুই আমার ছিল না। পরিবারের বিরুদ্ধে অবশ্য এ তারকাও অভিযোগ জানিয়ে ভিডিও প্রকাশ করেছেন। হঠাৎ আলোচনায় উঠে আসার পরই তাকে নিয়ে কথা বলা শুরু করেছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা।

নায়িকা পপির ঢালিউডে অভিষেক হয়েছিল 'কুলি' সিনেমার মাধ্যমে। এতে তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক ওমর সানী। এবার এই সহকর্মীকে নিয়ে কথা বলেছেন এ অভিনেতা। শুক্রবার সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে পপির একটি ছবি পোস্ট করেন ওমর সানী। তাতে ক্যাপশনে তিনি লিখেছেন, তোর প্রতি অনেক শ্রদ্ধা-সম্মান, যোগাযোগ রাখিস না সেটা অন্য কথা। কিন্তু আমাদের দোয়া তোর জন্য মাটি থেকে আকাশঅবধি। আলস্নাহ তোকে ভালো রাখুক।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত 'আমার ঘর আমার বেহেশত' সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র 'কুলি'। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানী। সিনেমাটি সেই সময়ে ৭ কোটি টাকা ব্যবসা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে