সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

স্ত্রীসহ অস্কারজয়ী অভিনেতার মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
  ০২ মার্চ ২০২৫, ০০:০০
স্ত্রীসহ অস্কারজয়ী অভিনেতার মরদেহ উদ্ধার
স্ত্রীসহ অস্কারজয়ী অভিনেতার মরদেহ উদ্ধার

অস্কার বিজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান, তার স্ত্রী বেটসি আরাকাওয়া এবং তাদের কুকুরটি গত বুধবার নিউ মেক্সিকোর সান্তা ফেতে নিজেদের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে তাদের মৃতু্যর কারণ জানা যায়নি। এমনকি ঘটনাস্থলে কোনো অপরাধের আলামতও পাওয়া যায়নি। খবরটি জানিয়েছে বিবিসি। মৃতু্যকালে হ্যাকম্যানের বয়স হয়েছিল ৯৫ এবং তার স্ত্রীর বয়স হয়েছিল ৬৩ বছর। হ্যাকম্যানের স্ত্রী ছিলেন একজন ধ্রম্নপদী পিয়ানোবাদক। ছয় দশকেরও বেশি সময় ধরে দীর্ঘ ক্যারিয়ারে হ্যাকম্যান 'দ্য ফ্রেঞ্চ কানেকশন' এবং 'আনফরগিভেন'-এর জন্য দুটি একাডেমি পুরস্কার পেয়েছেন এই অভিনেতা।

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সান্তা ফে কাউন্টির এক মুখপাত্র জানিয়েছেন, 'জিন হ্যাকম্যান এবং তার স্ত্রী উভয়কেই বুধবার বিকালে সানসেট ট্রেইলে তাদের বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে। এটির জোড়ালো তদন্ত হবে।'

বলা প্রয়োজন, উইলিয়াম ফ্রিডকিনের ১৯৭১ সালের থ্রিলার 'দ্য ফ্রেঞ্চ কানেকশন'-এ 'পপেই' ডয়েলের ভূমিকার জন্য সেরা অভিনেতার অস্কার এবং ১৯৯২ সালে 'ক্লিন্ট ইস্টউডের ওয়েস্টার্ন সিনেমা 'আনফরগিভেন'-এ লিটল বিল ড্যাগেটের ভূমিকায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার আরেকটি পুরস্কার জিতেছিলেন জিন হ্যাকম্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে