মোহাম্মদপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয়বর্ষের ছাত্র মাহাবুবুর রহমানের সন্ধান চায় তার পরিবার। ১৯ জানুয়ারি কলেজের উদ্দেশে বের হয়ে সে আর ঘরে ফিরে আসেনি বলে জানায় তার পরিবার। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মাহাবুবুর রহমানের সন্ধানের চেয়ে মানববন্ধন করে তার বোন রাশেদা আক্তার ও পরিবারের সদস্যরা।
রাশেদা আক্তার বলেন, আমার ভাই মাহবুবুর রহমান মিরপুর দিয়াবাড়ির কাউন্দিয়া মধ্যপাড়ার বাসা থেকে কলেজের উদ্দেশে বের হয়। এরপর আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কলেজে যোগাযোগ করে জানা যায় সেদিন সে কলেজে যায়নি।
তিনি জানান, এ বিষয়ে পুলিশর্-যাবের সহায়তা চাইলেও এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি বলে জানান তিনি।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd