মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
বাংলাদেশ-উইন্ডিজ প্রথম টি২০ আজ

ভয় কাটিয়ে জয়ে চোখ বাংলাদেশের

ম সুলতান মাহমুদ রিপন
  ০২ জুলাই ২০২২, ০০:০০
আপডেট  : ০২ জুলাই ২০২২, ০৯:১১

দুই ম্যাচের টেস্ট সিরিজে খুব বাজেভাবে হেরেছে সফরকারী বাংলাদেশ দল। এমন অস্বস্তিকর পরিবেশের পর ভয়ংকর পাঁচ ঘণ্টার সমুদ্রযাত্রার পর খুবই ভয় পেয়ে গেছেন আফিফ-মাহমুদউলস্নাহরা। পাঁচ বছর পর ডমিনিকায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টি২০ ম্যাচ দিয়ে ওই ভেনু্যতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। তবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা যে ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বৃহস্পতিবার সেটা কাটিয়ে ওঠা নিয়েই থাকছে সংশয়। এমনিতেই টেস্টের পর টি২০ ক্রিকেট নিয়েও বাংলাদেশের আত্মবিশ্বাসে থাকে দুর্বলতা। তবে দুদলই এই সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে। বাংলাদেশের লোকজন যখন ঘুমাতে চলে যাবে বা ঘুমানোর প্রস্তুতি নেবে তখনই ক্যারিবীয় দ্বীপে টি২০ ফরম্যাটের লড়াইয়ে নামবে মাহমুদউলস্নাহর দল। ক্রিকেটপ্রেমী জাতি হলেও এই সময় যে বাংলাদেশ থেকে তুলনামূলক সমর্থক খেলা দেখবে সেটা নিশ্চিতই বলা যায়। আজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়, দেখা যাব টি স্পোর্টসে। ফরম্যাট বদলেছে, অধিনায়কও বদল হয়েছে। কিন্ত ফলাফল পরিবর্তন আনার অবস্থায় গেছে কিনা বাংলাদেশ সেটা এখনো কেউই জোর দিয়ে বলতে পারছেন না। ওয়েস্ট ইন্ডিজে টি২০ খেলোয়াড়ে ভরপুর হলেও বেশ কিছুদিন ধরে তাদের দলীয় পারফরম্যান্স ভালো কিছু দিতে পারছে না। দু'দলের অবস্থানই প্রায় সময়। সর্বশেষ পাঁচ ম্যাচে দু'দলেরই জয় মাত্র একটি করে। তবে সর্বশেষ সফরে বাংলাদেশের ফলও আশা জাগাচ্ছে। ২০১৮ সালে তিন ম্যাচ সিরিজের টি ২০তে ২-১ সিরিজ জিতেছিল বাংলাদেশ। দুটি ম্যাচই হয়েছিল ফ্লোরিডায়। ওই জয় আত্মবিশ্বাস দিচ্ছে বাংলাদেশকে। এবার সফরে দ্বিতীয় টেস্ট একদিন আগে শেষ হওয়ায় টি২০ ফরম্যাটের আগেও এক দিন বেশি সময় পেয়েছেন মাহমুদউলস্নাহ-আফিফরা। আগের ঘোষিত দলে তিনজন ইনজুরিতে পড়ায় অফ-স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও পেসার তাসকিন আহমেদকে দলে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকরা। সাদা পোশাকের বাজে পারফরম্যান্স কেউ মনেই রাখতে চান না। আর তাই পুরো দলের মনোযোগ এখন টি২০ ক্রিকেট নিয়ে। টেস্ট ক্রিকেটে থেকে বাংলাদেশ টি২০ ক্রিকেটে ফলের দিক থেকে কিছুটা এগিয়ে। সেরা বোলিং লাইনআপ নিয়েই মাঠে নামতে পারছে বাংলাদেশ। তাসকিন যুক্ত হওয়ায় আক্রমণে বোলিং আক্রমণে বৈচিত্র্য বেড়েছে। পূর্ণ শক্তির আক্রমণই পাচ্ছেন টাইগার টি২০ অধিনায়ক মাহমুদউলস্নাহ রিয়াদ। তবে ভয় সেই ব্যাটিং নিয়েই। মিডল অর্ডারে মুশফিকুর রহিম ও ইয়াসির আলী এই সিরিজে নেই। তাদের পরিবর্তে মাহমুদউলস্নাহ ও আফিফ হোসেনকে মিডল অর্ডারের বাড়তি দায়িত্ব নিতে হবে। আর মাত্র ৯২ রান হলেই মাহমুদউলস্নাহর পর দ্বিতীয় বাংলাদেশ হিসেবে দুই হাজার টি২০ রানের মাইলফলক স্পর্শ করবেন সাকিব আল হাসান। এদিকে ওয়েস্ট ইন্ডিজের একমাত্র নিকোলাস পুরানোর এক হাজারের বেশি আন্তর্জাতিক টি২০-তে রান রয়েছে। উইন্ডসোর পার্কে আট বছর আগে দুটি টি২০ ম্যাচ হয়েছে। আর সেখানে স্পিনাররা কিছুটা সুবিধা পেয়েছিলেন। তবে স্থানীয় আবহাওয়া পূর্বাভাস বলছে ম্যাচ শুরুর সময় বৃষ্টির কিছুট সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির চেয়ে সফরকারীদের বেশি ভয় বৃহস্পতিবার ভয়ংকর পাঁচ ঘণ্টার সমুদ্রযাত্রার পথটা। তবে সেই ভয় ভুলে টি২০তে জয়ে চোখ রাখছে মাহমুদউলস্নাহ'র দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে