শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

এক দিনে আরও ৮৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

যাযাদি ডেস্ক
  ৩১ মে ২০২৩, ০০:০০
এক দিনে আরও ৮৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক দিনে আরও ৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ২৪৬ জনে। তবে এ সময়ে রোগটিতে কারও মৃতু্যর খবর পাওয়া যায়নি। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬১ জন ও ঢাকার বাইরের ২৩ জন। এ বছর ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৯২৭ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার

২৯৬ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু থেকে সেরে উঠেছেন ১ হাজার ৬৬৮ জন। তাদের মধ্যে ঢাকায় ১ হাজার ৭৯ জন ও ঢাকার বাইরে ৫৮৯ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে