রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

বাহরাইনে প্রবাসী বাংলাদেশির মৃতু্য

যাযাদি ডেস্ক
  ০৮ জুলাই ২০২৩, ০০:০০
বাহরাইনে প্রবাসী বাংলাদেশির মৃতু্য

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে সাহাবউদ্দিন (৪৩) নামের এক বাংলাদেশির মৃতু্য হয়েছে। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের জমিদারহাট এলাকার দীনেশগঞ্জ গ্রামের মজিবুল হকের ছেলে।

বাহরাইন প্রবাসী সালাহউদ্দিন বলেন, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে নিজ বাসায় সাহাবউদ্দিন স্ট্রোক করেন। পরে তিনি নিজেই হেঁটে সালমানিয়া হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃতু্যবরণ করেন।

নিহতের স্ত্রী রেহানা আক্তার বলেন, 'আমার স্বামীর দেশে আসার কথা ছিল, সেই আসা এখন শেষ আসা হলো। আমার সব শেষ হয়ে গেল।' সরকারের সহযোগিতা ও আইনি প্রক্রিয়া শেষে সাহাব উদ্দিনের মরদেহ দূতাবাসের মাধ্যমে শিগগিরই দেশে পাঠানোর অনুরোধ জানিয়েছেন তার স্ত্রী।

রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, ভাগ্য পরিবর্তনের আশায় ২০০৬ সালে বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন সাহাবউদ্দিন। তিনি স্ত্রীসহ এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার মৃতু্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে