রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

বিএনপি-জামায়াতের হরতাল আজ মিরপুরে বাসে আগুন

যাযাদি রিপোর্ট
  ৩০ নভেম্বর ২০২৩, ০০:০০
বিএনপি-জামায়াতের হরতাল আজ মিরপুরে বাসে আগুন

সরকারের পদত্যাগের এক দফা দাবি ও দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে বিএনপি। সংসদ নির্বাচনের ঘোষিত

তফসিলে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ঘিরে এই কর্মসূচি পালন করবে দলটি। বিএনপি ছাড়াও গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ লেবার পার্টি, বাম গণতান্ত্রিক ঐক্য, গণফোরাম ও পিপলস পার্টিসহ সমমনা দল ও জোট। যুগপতে না থাকলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী একই কর্মসূচি ঘোষণা করেছে।

গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ হয়ে যাওয়ার পর সরকার পদত্যাগের এক দফার দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯ অক্টোবর এবং ১৯ নভেম্বর দুই দফায় সারা দেশে তিন দিন হরতাল এবং সাত দফায় পর্যায়ক্রমে ১৬ দিন অবরোধ কর্মসূচি পালন করে।

বুধবার একই দাবিতে সারা দেশে ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে বিএনপিসহ সমমনা দল ও জোট। যা আজ সকাল ৬টায় শেষ হয়েছে। এ কর্মসূচি সফল করতে ঢাকাসহ সারা দেশে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেন। দুপুরে মালিবাগ মোড় থেকে শান্তিনগর মোড়, কমলাপুর কাস্টমস হাউস, প্রেস ক্লাব, কলাবাগান স্কয়ার হাসপাতাল, বিশ্বরোড সবুজবাগ এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। কমলাপুর কাস্টমস হাউস আইসিডির সামনে বিক্ষোভ মিছিলকালে পেছন থেকে পুলিশ গুলি করেছে বলে অভিযোগ করেছেন সংগঠনের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন। তবে এতে কেউ হতাহত হয়নি। মিছিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, জয়দেব জয়, শহীদুল ইসলাম সোহেল প্রমুখ। নাবিস্কো এলাকায় মিছিল ও পিকেটিং করেছেন তেজগাঁও কলেজ ছাত্রদল নেতাকর্মীরা। সংগঠনের সভাপতি ফয়সাল দেওয়ান ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন খানের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন শামিম আহমেদ রবিন, সাখাওয়াত হোসেন সরকার প্রমুখ। সকালে কারওয়ান বাজার এলাকায় ক্রাচে ভর দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন যুবদল নেতা সাজিদ হাসান বাবু। মিছিলে আরও উপস্থিত ছিলেন মহিউদ্দীন রুবেল, সাখাওয়াত হোসেন সরকার প্রমুখ। সকালে ধানমন্ডিতে মিছিল ও সড়ক অবরোধ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সৈয়দ সাইফুজ্জামান, আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির প্রমুখ। দয়াগঞ্জ রোডে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। সংগঠনের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোলস্নার নেতৃত্বে মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। দুপুরে নটর ডেম কলেজ থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত মিছিল করেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের আহ্বায়ক হাজী কামাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন সিকদার ও সদস্য সচিব মীর তাপস। সকালে ডেমরায় বিক্ষোভ মিছিল করেন থানা মহিলা দলের নেতাকর্মীরা।

সমমনা দলের বিক্ষোভ : দুপুরে প্রেস ক্লাব, কাকরাইল ও বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী সমমনা জোট। একই সময়ে বিজয়নগরে বিক্ষোভ মিছিল করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। ১২ দলীয় জোটের নেতারাও একই এলাকায় মিছিল বের করেন। এতে অংশ নেন জাতীয় পার্টির (জাফর) নওয়াব আলী আব্বাস খান, বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাগপার রাশেদ প্রধান প্রমুখ। যুগপৎ আন্দোলনে না থাকলেও কর্মসূচি সমর্থন করে বিজয়-৭১ চত্বরে কর্মসূচি পালন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এছাড়াও এদিন বিক্ষোভ মিছিল বের করে গণফোরাম (মন্টু), বাংলাদেশ পিপলস পার্টি, নুরুল হক নুর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ, ডক্টর রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ, ডা. মোস্তাফিজুর রহমান ইরান নেতৃত্বাধীন লেবার পার্টিসহ সমমনা রাজনৈতিক দলগুলো।

জামায়াতের অবরোধ ও বিক্ষোভ : এদিন রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকালে পলস্নবী, মিরপুর, বাড্ডা, তেজগাঁও, উত্তরা, আদাবর, মতিঝিল, শনির আখড়া, মুগদা, লালবাগ ও ডেমরায় বিক্ষোভ মিছিল করেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা।

মিরপুরে বিআরটিসির দোতলা বাসে আগুন

এদিকে বিএনপির অষ্টম দফায় ডাকা ২৪ ঘণ্টা অবরোধে রাজধানীর মিরপুরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বেলা আড়াইটার দিকে মিরপুর-১ নম্বর গোল চত্বরে বাসে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা আড়াইটার দিকে একটি বিআরটিসি বাসের দ্বিতীয় তলায় ধোঁয়া দেখা যায়। দ্রম্নত যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। পরে চালক বাসটি সড়কের এক পাশে নিয়ে যান। তখন পথচারীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, মিরপুর-১ নম্বরে ফুটওভার ব্রিজের নিচে দোতলা বাসে আগুন লাগে। ২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসে আগুনের খবর আসে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২টা ৪৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় বাসের কর্মী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে