অবরোধের সমর্থনে বের হওয়া মিছিল থেকে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট আলী হায়দার বাবুল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে এ গ্রেপ্তারের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন।
তিনি বলেন, বরিশাল নগরীর বটতলা দুদক অফিসের সামনে থেকে মহানগর বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি মিছিল বের হয়। মিছিলটি রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকায় পৌঁছলে দুই দিক থেকে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) বাবুল ও ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনারকে (মাহফুজুল) গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে পুলিশের লাঠিচার্জের পাশাপাশি বরিশাল সদর আসনের সংসদ সদস্য জাহিদ ফারুকের অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব স্বপন চৌধুরী, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা, বরিশাল ল' কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আসলামসহ ১০ থেকে ১৫ জন আহত হন।
এদিকে বরিশাল নগরীর বান্দরোডে স্বেচ্ছাসেবক দল অবরোধের সমর্থনে আরেকটি মিছিল বের করে। মিছিল শেষে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তাররা পুরনো মামলার আসামি। নগরীর বিভিন্ন জায়গায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিশৃঙ্খলা করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।