বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

গুজব ও অপপ্রচারে কান না দিয়ে নির্বিঘ্নে ভোট দিন : কাদের

যাযাদি রিপোর্ট
  ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
আপডেট  : ০৭ জানুয়ারি ২০২৪, ০০:২৪
গুজব ও অপপ্রচারে কান না দিয়ে নির্বিঘ্নে ভোট দিন : কাদের

বিএনপির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বানের সঙ্গে চলমান সন্ত্রাসী কর্মকান্ডের কোনো সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করে দেখতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

একইসঙ্গে তিনি বিএনপি-জামায়াতের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জনগণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, 'আমরা ক্ষোভ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ৭ জানুয়ারির নির্বাচন সামনে রেখে বিএনপি ও তাদের দোসররা নাশকতা-অগ্নিসংযোগসহ

\হব্যাপক সন্ত্রাসী তৎপরতা শুরু করেছে। শুক্রবার তারা ঢাকার গোপীবাগে ট্রেনে অগ্নিসংযোগ করে দু'জন শিশুসহ চারজনকে হত্যা করেছে। কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছেন। এ ঘৃণ্য ও নৃশংস সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।'

তিবি বলেন, বিএনপি-জামায়াত অপশক্তি দেশকে ধ্বংস করতে চায়, শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করতে চায়। এরা একাত্তরের পরাজিত শক্তি, পঁচাত্তরের ঘাতক দল। এদের বিশ্বাস করা যায় না। এরা মানুষকে পুড়িয়ে রাজনীতি করতে চায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কানাডার ফেডারেল রায় অনুযায়ী বিএনপি আবারও প্রমাণ করলো তারা একটি সন্ত্রাসী সংগঠন।

সারা দেশে শান্তিপূর্ণ ভোট হবে জানিয়ে আ'লীগের সাধারণ সম্পাদক বলেন, 'নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। বিদেশি পর্যবেক্ষক সাংবাদিক যারা এসেছেন, তারাও নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এবার যে অপশক্তি নির্বাচন বর্জন করেছে, তাদের সন্ত্রাসীর চরিত্রের প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। তারা বাসে আগুন দিচ্ছে, ট্রেনে আগুন দিচ্ছে। তাদের সন্ত্রাসীর চরিত্র সম্পর্কে দেশের মানুষ অবগত। এই সন্ত্রাসীদের ব্যাপারে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি।

বিএনপি গণতন্ত্র হত্যাকারী ও হরণকারী দল উলেস্নখ করে তিনি বলেন, 'মানুষের অধিকার হরণ করাই বিএনপির কাজ। এরা বিদেশিদের কাছে নালিশ দেয় বারবার। বিএনপি একটি গুজব পার্টি। তারা গুজব ছড়াচ্ছে। জনগণের প্রতি আমাদের আহ্বান তাদের গুজবে বিভ্রান্ত হবেন না। নির্বাচনে আতঙ্ক ছড়ানোর জন্য যে কর্মসূচি নিয়েছে, তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করুন।'

তিনি বলেন, 'আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষাবাহিনী শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নিয়োজিত আছেন। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন। দলে দলে নিজেদের সাংবিধানিক অধিকার বাস্তবায়ন করে ভোট দেবেন। কোনো প্রকার হস্তক্ষেপ ও ভয়ভীতির কাছে নতি স্বীকার করবেন না। যারা ভোট প্রদানে বাধা সৃষ্টি করবে, তাদের প্রতিহত করুন।'

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, 'দলের নেতাকর্মীরা সতর্ক থাকবেন, বিএনপি যেন নাশকতা করতে না পারে। আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। কেউ যেন বিজয় ছিনিয়ে না নিতে পারে, সে জন্য সতর্ক থাকুন। আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে আবার সরকার গঠন করবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের অভিমুখে নেতৃত্ব দেবেন। আমরা বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআলস্নাহ।'

ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি-জামায়াত নির্বাচনের পরও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যেতে পারে, এর কঠোর জবাব দিতে হবে। নির্বাচন হয়ে যাক, কোনো সন্ত্রাসী পার পাবে না। তাদের বিচার হবে। সন্ত্রাস চালানো বিএনপিকে কোথাও দাঁড়াতে দেবো না আমরা। কঠোর হাতে সব ব্যবস্থা নেওয়া হবে।'

ইসিতে আ'লীগের অভিযোগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের আগের দিন বিএনপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ জানিয়েছে আওয়ামী লীগ। দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপস্নব বড়ুয়ার নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার সকালে এ অভিযোগ জানান।

পরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের বিপস্নব বড়ুয়া বলেন, 'যারা ভোটাধিকার প্রয়োগ করতে আসতে চান, তাদের ভয়ভীতি দেখানোর জন্যই সন্ত্রাসী কর্মকান্ড হচ্ছে। তাদের (বিএনপি) এসব সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে অভিযোগ জানাতে আমরা ইসিতে এসেছিলাম। আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি।'

তিনি বলেন, 'ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে কাউকে বাধা দেওয়া যাবে না। কারণ ভোটাধিকার একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। দেশের জনগণের সাংবিধানিক চর্চায় বাধা দেওয়ার ক্ষমতা কারও নেই।'

দেশবাসীর উদ্দেশে বিপস্নব বড়ুয়া বলেন, 'সব ষড়যন্ত্র-ভয় উপেক্ষা করে রোবার গণতন্ত্রের উৎসবে অংশ নিন। দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে উৎসবের পরিবেশ বিরাজ করবে, সেখানে সাধারণ জনগণ ভোটকেন্দ্রে আসবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।'

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে আগ্রহ ও উৎসবের আমেজ বিরাজ করছে। যে কারণে সংখ্যাগরিষ্ঠ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির আইন সম্পাদক নাজিবুলস্নাহ হিরু, উপদপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম, যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারওয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে