মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে দুই ইউপিডিএফ কর্মী খুন

যাযাদি ডেস্ক
  ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে দুই ইউপিডিএফ কর্মী খুন

খাগড়ছড়ির মহালছড়িতে দুর্বৃত্তের গুলিতে দুই ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার দুর্গম দুরছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মহালছড়ি উপজেলার দাককুপ্প্যে এলাকার বিমল চাকমা (৫৫) ও দুরছড়ি এলাকার রবি কুমার চাকমা (৬৩)। এ ছাড়া ত্রিপন চাকমা (৩১) নামে একজন নিখোঁজ রয়েছেন।

এই হত্যাকান্ডের জন্য ইউপিডিএফের অন্যতম সংগঠক অংগ্য মারমা ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছেন। তবে ইউপিডিএফ গণতান্ত্রিক পক্ষের

কোনো নেতাকে এ বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য পাওয়া যায়নি।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ার কারণে লাশ উদ্ধার করতে দেরি হচ্ছে।

এর আগে গত বছরের ১১ ডিসেম্বর রাত ১০টার দিকে জেলার পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ চার নেতা-কর্মী খুন হন। পানছড়ির দুর্গম এলাকা লোগাং ইউনিয়নের অনিলপাড়ায় এ ঘটনা ঘটে। ওই ঘটনায় ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা (৩২), গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সহসভাপতি লিটন চাকমা (২৯), পাহাড়ি ছাত্রপরিষদের কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ত্রিপুরা (২৯) ও ইউপিডিএফের সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা (৪৯) নিহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে