বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রায়পুরায় সংঘর্ষে দুই ইউপি সদস্য নিহত

নরসিংদী প্রতিনিধি
  ০৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০
রায়পুরায় সংঘর্ষে দুই ইউপি সদস্য নিহত
ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সদস্যরা

নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১০ জন। শনিবার ভোর থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের নজরপুর-মেথিকান্দা এলাকায় রুবেল ও বাছেদ পক্ষের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহত দুজন হলেন- রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউপির সদস্য মানিক মিয়া (৫৫) ও একই ইউনিয়নের সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম (৩২)। নিহত দুইজনের মধ্যে প্রতিপক্ষের লোকেরা ইউপি সদস্য মানিক মিয়ার পা ধারালো অস্ত্র দিয়ে হাঁটু থেকে বিচ্ছিন্ন করে মৃতু্য নিশ্চিত করেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ পাঁচজন রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন- বাদল ভেন্ডার (৪৫), মারুফ মিয়া (১৫), সুফিয়া বেগম (৩০), আমির হোসেন (২১) ও রাফি মিয়া (৩০)।

স্থানীয় ও পুলিশ সূত্র বলছে, যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সঙ্গে বাছেদ মেম্বার পক্ষের দ্বন্দ্ব দীর্ঘদিনের। শনিবার ভোর সাড়ে পাঁচটার

দিকে বাছেদ মেম্বার পক্ষের লোকজন রুবেল পক্ষের লোকজনের ওপর হামলা চালান। সংঘর্ষের সময় রুবেলের চাচা ইউপি সদস্য মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। এ সময় তাকে বশির উদ্দিনের উঠানে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। পরে হাঁটু থেকে পা কেটে বিচ্ছিন্ন করা হয়। এর পরে সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগমকে গুলি করে হত্যা করেন প্রতিপক্ষরা।

এ সময় রুবেল পক্ষের লোকজন পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের গোলাগুলিতে এ সময় অন্তত ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, কিছুদিন আগে যুবলীগ নেতা রুবেলের লোকজন তাদের প্রতিপক্ষের ওপর গুলি চালায়। এতে কয়েকজন আহত হন। এই বাহিনীর দাপটে পুরো এলাকা আতঙ্কিত ছিল। তাদের হাতে রায়পুরা উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন খুন হন বলেও অভিযোগ আছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার বলেন, 'বংশগত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে দুজন নিহত ও ৫-৭ জন আহত হয়েছেন।'

সংঘর্ষের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে