ইউনানি ও আয়ুর্বেদ চিকিৎসা বিষয়ে 'চিরায়ত চিকিৎসা আইন' প্রণয়নের দাবি জানিয়েছে এ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন প্রাচীন চিকিৎসা- প্রাচি।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।
ইউনানি ও আয়ুর্বেদ বিষয়ে কোনো আইন না থাকায় বিশাল জনগোষ্ঠী এই দুই চিকিৎসা পদ্ধতির সুফল লাভ থেকে 'বঞ্চিত' হচ্ছে বলে প্রাচির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
মানববন্ধনে 'প্রাচি'র চেয়ারম্যান মুহাম্মদ শফিকুর রহমান বলেন, 'বাংলাদেশে ইউনানি ও আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র দু'টি প্রাচীন ও চিরায়ত চিকিৎসা ব্যবস্থা। লাখ লাখ মানুষ এ দুটি চিকিৎসা ব্যবস্থায় আস্থাশীল এবং চিকিৎসকরা মানুষকে এ দুটি ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন।
'কিন্তু বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এই চিকিৎসা ব্যবস্থা কোনোরকম আইন ছাড়াই পরিচালিত হচ্ছে।'
তিনি বলেন, 'সরকার এদিকে নজর না দেওয়ায় এ খাতের বেহাল অবস্থা। তাই অচিরেই জাতির বৃহত্তর স্বার্থে চিরায়ত চিকিৎসা আইন পাস হতেই হবে।'
ইউনানি ও আয়ুর্বেদ চিকিৎসকদের ভাষ্য, ৮৩ সালের অধ্যাদেশ দিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এ দুটি চিকিৎসা ব্যবস্থা। অথচ চিরায়ত চিকিৎসা ব্যবস্থাই চিকিৎসার মূল ধারা।
প্রাচি মনে করে, বাংলাদেশে ইউনানি ও আয়ুর্বেদ বিষয়ে অন্তত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকা উচিত। সেই সঙ্গে এই শিক্ষার মান নির্ধারণও জরুরি।