টাঙ্গাইলের সখীপুর উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃতু্য হয়েছে। সোমবার সকাল সাতটার দিকে সখীপুর-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী এলাকায়, ৯টার দিকে সখীপুর থানার সামনের সড়কে এবং আটটার দিকে সখীপুর সাগরদিঘি সড়কের কুতুবপুর বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে আবু বকর (৪৫), টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের মৃত আবদুল গনির ছেলে জয়নুদ্দিন (৬৫) ও টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মামুন খান (২৫)। এর মধ্যে আবু বকর একটি ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। তিনি মাছ আনার জন্য ঘাটাইলের জোরদীঘি এলাকায় যাচ্ছিলেন। সেখানে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন।
পুলিশ জানায়, নিহত জয়নুদ্দিনের বেয়াই মকবুল হোসেন মারা যাওয়ায় জানাজায় অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে ছেলের মোটর সাইকেলে করে উপজেলার কচুয়া গ্রামে যাচ্ছিলেন।