শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি ঝুট গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ডিইপিজেড ও জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শুক্রবার জুম্মার নামাজের আগমুহূর্তে আশুলিয়ার জামগড়া রূপায়ণ মাঠ এলাকার মো. শরিফের ঝুট গোডাউনে আগুনের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, জুম্মার নামাজের কিছুক্ষণ আগে ওই গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে, আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস থেকে আরও দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগদান করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ৩.২০) আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, 'আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত পরে জানানো হবে।'