রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২
টিকিট কালোবাজারি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন শেষে হামলা, আহত ৪

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ০৮ মার্চ ২০২৫, ০০:০০
ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন শেষে হামলা, আহত ৪

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ের টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে মানববন্ধন শেষে ফেরার পথে ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় ৪ ছাত্র আহত হয়েছেন। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের পস্ন্যাটফরমে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে শাহজাহান নামে এক টিকিট কালোবাজারিকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। আটক শাহজাহানের বাড়ি পৌর এলাকার পুনিয়াউট মহলস্নায়।

পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি ও দায়িত্বশীলদের টিকিট সিন্ডিকেট, বস্ন্যাকারসহ সিন্ডিকেটে জড়িতদের শাস্তির দাবিতে শুক্রবার বেলা ১১টার সময় 'সচেতন ছাত্রসমাজ ও ভুক্তভোগীরা' ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে ছাত্ররা চলে যাওয়ার সময় তিতাস কমিউটার টিকেট কাউন্টারের সামনে টিকিট কালোবাজারি নাজমুল হক সানি ও শাহজাহানের নেতৃত্বে টিকিট কালোবাজারিরা ছাত্রদের ওপর হামলা চালায়। হামলায় ৪ ছাত্র আহত হয়। আহতদের মধ্যে সৌরভ ও তারভীরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। নাজমুল হক সানি পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কালোবাজারি শাহজাহানকে আটক করে। নাজমুল হক সানিসহ অন্য টিকিট কালোবাজারিরা পালিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে