সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ডোমার ও রামগতিতে সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত

স্বদেশ ডেস্ক
  ০৭ নভেম্বর ২০২৪, ০০:০০
ডোমার ও রামগতিতে সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত

নীলফামারীর ডোমার ও লক্ষ্ণীপুরের রামগতিতে সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

ডোমার (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর ডোমারে নাইট কোচের ধাক্কায় মফিজুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের মৃতু্য হয়েছে। নিহত মফিজুল ইসলাম জোড়াবাড়ী ইউনিয়নের দাড়িকামারী এলাকার ইয়াকুব আলীর ছেলে। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ধঞ্চনপুর  বাজার এলাকার মেইলের পার নামক স্থানে।

রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরের রামগতিতে সড়ক দুর্ঘটনায় মো. মেহেদী হাসান মারুফ (২০) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। সে পৌরসভা ছাত্র লীগের সহসভাপতি ছিলেন। মারুফ চর পোড়াগাছা গ্রামের হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী জামাল উদ্দিনের ছেলে। মঙ্গলবার বিকালে উপজেলার আলেকজান্ডার- সোনাপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার সংলগ্ন সুফিয়া বাজার সংযোগ সড়কের মাথায় বিপরীত দিক হতে আসা তার মোটর সাইকেলটি অটোরিকশা সঙ্গে ধাক্কা লেগে সে রাস্তার পাশে ছিটকে পড়ে গিয়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠান সেখানে তার জ্ঞান না ফেরায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। মঙ্গলবার গভীর রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে