ফুলবাড়ীতে অনাবৃষ্টির কারণে কমেছে লিচুর ফলন
দিনাজপুরের ফুলবাড়ীতে জমে উঠছে জেলার ঐতিহ্যবাহী মৌসুমি ফল লিচু বাজার। তবে লিচুর আকাশছোঁয়া দাম হওয়ায় কিনতে পারছে না নিম্ন আয়ের মানুষ। নিত্যপণ্যের দাম দিতেই পকেট ফাঁক যাদের তাদের কাছে লিচুর অতিরিক্ত দাম তো 'মড়ার উপর খাঁড়ার ঘা'রই সমান।
মৌসুমি ফল