সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

দেশীয় পাটের বীজ উৎপাদনের চেষ্টা করছেন কৃষক মুক্তার মোলস্না

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
  ০৭ নভেম্বর ২০২৪, ০০:০০
দেশীয় পাটের বীজ উৎপাদনের চেষ্টা করছেন কৃষক মুক্তার মোলস্না

ফরিদপুরের সালথাতে চার বছর ধরে দেশীয় পাটের বীজ উৎপাদনে চেষ্টা করে যাচ্ছেন কৃষক মুক্তার হোসেন মোলস্না। প্রতি বছরের ন্যায় এবারও পাটের বীজ উৎপাদনের লক্ষে ৫০ শতক জমিতে পাটের আবাদ করেছেন এই কৃষক।

কৃষক মুক্তার হোসেন মোলস্না বলেন, 'ভারতের বীজ দিয়ে পাট চাষ করতে হয় আমাদের। আমি চার বছর ধরে পাটের বীজ উৎপাদন করে আসছি। এবারও ৫০ শতক জমিতে সবুজ সোনা-৯ জাতের পাটের বীজের আবাদ করা হয়েছে। বীজের জন্য সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এই পাটের চাষ করা হয়।'

উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার বলেন, বীজে আড়াই তোষা লাল পাটের বীজের চাহিদা কম। ভারতের জেআরও সবুজ পাটের বীজের চাহিদা বেশি। কৃষকরা যদি নিজেরা বীজ উৎপাদন করে তাহলে খরচ কম হবে এবং মানও ভালো হবে। কৃষক মুক্তার মোলস্নার মতো সবাইকে পাটের বীজ উৎপাদনে এগিয়ে আসতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে