নিজ এলাকা কুমিলস্নার মনোহরগঞ্জে ফুলে ফুলে সিক্ত হলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিব সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. আনোয়ার উলস্ন্যাহ। তার নিজ গ্রাম উপজেলার বড় কেশতলায় আগমন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান এলাকাবাসী।
শনিবার বিকালে উপজেলার বড় কেশতলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো. সৈয়দ আহম্মদ মোলস্না। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম, মামটেক্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোবারক উলস্নাহ মজুমদার, বাংলাদেশ নাগরিক অধিকার ফোরামের সভাপতি শাহনাজ আক্তার রানু। স্বাগত বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবদুল হাই।