খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু বলেছেন, 'উন্নত দেশ গড়তে বিএনপিকে আগামীতে জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্যতা গড়ে তুলতে হবে। বিএনপির নেতাকর্মীদের সেই লক্ষ্যে অগ্রসর হতে হবে। লুটপাট, দখলবাজ, থানায় তদবির, জমি-জায়গার বিচার-আচার, ইউএনও অফিসে তদবির, সেটেলম্যান্ট অফিসে তদবির এ থেকে নিজেদের বিরত রাখতে হবে। এমনকি নিজেদের জমি যদি বে-দখল হয়ে থাকে, তাহলে আইনের মাধ্যমে তা উদ্ধার করতে হবে।'
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক শেখ সরোয়ার হোসেনের সভাপতিত্বে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে কর্মী সভায় প্রধান ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোমরেজুল ইসলাম। বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেকের সঞ্চালনায় বক্তব্যদেন জেলা বিএনপির নেতা খান জুলফিকার আলী জুলু, মোলস্ন্যা খাইরুল ইসলাম, শেখ তৈয়েবুর রহমান, শেখ আব্দুর রশিদ, গাজী তফসির আহম্মেদ, এনামুল হোসেন, ওয়াহিদুজ্জামান, আতাউর রহমান রুনু প্রমুখ।