শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

যশোরে 'হানি ট্র্যাপ' চক্রের নারীসহ ৬ সদস্য আটক

স্টাফ রিপোর্টার, যশোর
  ২৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
যশোরে 'হানি ট্র্যাপ' চক্রের নারীসহ ৬ সদস্য আটক

যশোরে 'হানি ট্র্যাপ' চক্রের নারীসহ ৬ সদস্যকে আটক করা হয়েছে। গত রোববার শহরের খালধার রোড এলাকার একটি ফ্লাট থেকে তাদের আটক করা হয়। একই সঙ্গে মুক্তিপণের দাবিতে আটকে রাখা ভিকটিমকেও উদ্ধার করেছে ডিবি পুলিশ। এছাড়া এ কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- যশোর উপশহর বি বস্নক এলাকার আব্দুল মজিদের ছেলে ফাহিম হোসেন, বাহাদুরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মেহেদী হাসান রাব্বী, মধুগ্রামের হারুন উর রশিদের ছেলে মারুফ হোসেন, শংকরপুর টার্মিনাল এলাকার শুকুর আলীর ছেলে ছাব্বির হোসেন, বেজপাড়ার মৃত মতিয়ারের ছেলে শাহরিয়ার হোসেন ওরফে রোহান ও বেজপাড়া দিঘিরপাড় এলাকার মৃত অশোক কুমার দাসের মেয়ে লক্ষী রানী ওরফে রাবেয়া খাতুন।

যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা জানান, ঝিকরগাছার ফুলবাড়ি গ্রামের আশিকুর রহমান এ চক্রের ফাঁদে পড়েন। আশিকুরকে তারা অপহরণ করে পাঁচলাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে আশিকুরের মা সালমা বেগম ঝিকরগাছা থানায় অভিযোগ দিলে ডিবি পুলিশের নেতৃত্বে আসামি ফাহিমকে আটক ও ভিকটিম আশিকুরকে উদ্ধার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে