রাজশাহীতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ উঠেছে। গত ২৩ জানুয়ারি তার বিরুদ্ধে বিএনপির সহাসচিব বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী। গোদাগাড়ী উপজেলা বিএনপির পক্ষ থেকে দেওয়া অভিযোগটির অনুলিপি কপি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ গণমাধ্যমকর্মীদের কাছেও পাঠানো হয়েছে।
অভিযোগে উলেস্নখ করা হয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনায় সারাদেশে যখন দোয়া মাহফিল হচ্ছে ঠিক সে সময় রাজশাহী-১ আসনের গোদাগাড়ী ও তানোরে নাচ ও গান-বাজনার আয়োজন করা হয়। এর মধ্যে গত ১৪ জানুয়ারি গোদাগাড়ীর প্রেমতলি ডিগ্রী কলেজ ও ১৮ জানুয়ারি তানোরের গোলস্নাপাড়া ফুটবল মাঠে ওইসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি ছিলেন শরীফ উদ্দিন। কিন্তু এসব অনুষ্ঠান আয়োজনের বিষয়ে উপজেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।
এলাকায় শরীফ উদ্দিনের কোনো জনপ্রিয়তা নেই দাবি করে লিখিত অভিযোগে আরো উলেস্নখ করা হয়েছে, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের ত্যাগী নেতাদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। গত ৫ আগস্টের আগে তিনি এলাকায় আসেননি। এখন তিনি নাচ-গান করিয়ে নিজের পক্ষে জমায়তে করছেন। এ নিয়ে এলাকার জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যা দলের জন্য হুমকিস্বরূপ।