পৃথিবীতে সন্তানের চোখে বাবাই হচ্ছে সবচেয়ে কাছের। সেই শৈশবে বাবার আঙুল ধরে শুরু হয় পথচলা। সন্তানের কাছে বিশ্বাসের আরেক নাম হচ্ছে বাবা, যার হাত ধরে পৃথিবীর সব দুর্গম পথেই পা রাখা যায় অতি আস্থার সঙ্গে। কুড়ুলগাছি ইউনিয়ন যুবদল নেতা রাসেদুজ্জামান হিরোর অনাগত সন্তানের মুখ দেখা হলো না। মৃতু্যর এক দিন পর জন্ম নিয়েছে পুত্র সন্তান।
গত বৃহস্পতিবার কার্পাসডাঙ্গা এ্যাপোলো ক্লিনিকে সকাল সাড়ে ১০টার দিকে জন্ম হয় মরহুম হিরোর পুত্র সন্তান। এদিকে গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হিরো।
পরিবার ও গ্রামবাসী জানায়, গত সোমবার দর্শনা হতে রাত ৯ টার দিকে নিজ গ্রাম কুড়ুলগাছিতে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন হিরো। এ সময় চন্ডিপুর গ্রামের স্কুলের নিকট মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার (পুলের) কালভার্টের সঙ্গে ধাক্কা লাগে। এতে হিরো পিচ ঢালা রাস্তার ওপর ছিটকে পড়েন। এসময় স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে গ্রামের ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি পাঠায়। পরের দিন গত মঙ্গলবার সকালে শরীরের অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। ওই দিনই চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে চিকিৎসা দেওয়ার পর ডাক্তার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাজশাহীতে একদিন মৃতু্যর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হিরো।