নারায়ণগঞ্জের আড়াইহাজারে সম্পত্তি সংক্রান্ত ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। বসতঘর ভাংচুর করে লুটপাট করে নেওয়া হয়েছে নগদ টাকা ও স্বর্ণালংকার। গত রোববার বিকেলে এ ঘটানা ঘটেছে উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দি গ্রামে। এ ব্যাপারে আক্রান্ত পরিবারের গৃহবধূ সুমি আক্তার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযাগের সূত্রে জানা যায়, বাদী সুমি আক্তারের স্বামী নজরুল ইসলাম একজন প্রবাসী। তার স্বামীর সঙ্গে বিবাদী একই গ্রামের জজ মিয়া, মোয়াজ্জল, শাহীন গংদের সম্পত্তি সংক্রান্ত বিরোধ বিদ্যমান। এমতাবস্থায় স্বামীর প্রবাসে থাকার সুযোগে বিবাদী পক্ষের কেউ কেউ সুমি আক্তারকে বিভিন্ন সময়ে উত্যক্ত করত। এরই ধারাবাহিকতায় ঘটনার সময় জজ মিয়ার নেতৃত্বে তার সহযোগিরা ধারালো অস্ত্র নিয়ে সুমির বাড়িতে হামলা করে। এ সময় সুমি, তার শ্বশুর হাছেন, ননদ, ননদের স্বামী এবং এক ভাসুর কন্যাকে কুপিয়ে এবং পিটিয়ে জখম করে। এরপর সুমি আক্তারকে মারাত্মক শ্লীলতাহানি করে।