বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরে নেতাকর্মীদের তৃণমুলে জনগনের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে হবে। দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে,কাজ করতে হবে। আগামীতে ধানের শীষে ভোট দিতে হবে, ধানের শীষের বিকল্প নেই। ধানের শীষে ভোট দিলে উন্নয়ন হবে।
গত মঙ্গলবার রাতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুকনগর ডিগ্রী কলেজের নবীন বরণ,বার্ষিক পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য এসএ জিন্নাহ কবির। তালুকনগর ডিগ্রী কলেজের গভর্ণিং বডি সভাপতি কৃষিবিদ আব্দুল আউয়াল বুলবুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজাদ হোসেন খান, আহবায়ক কমিটির সদস্য ও জজ কোর্টের পিপি আ.ফ.ম নুরতাজ আলম বাহার, আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারন সম্পাদক আব্দুস ছালাম বাদল, উপজেলা বিএনপির সভাপতি মো: সিরাজুল ইসলাম প্রমুখ।