সিলেটে ফুটপাতের হকারদের কাছ থেকে চাঁদাবাজি ও অপহরণের ঘটনায় মহানগর যুবদলের বহিস্কৃত সহ-সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ চৌধুরী মাধবকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার দেবকোনা গ্রাম থেকে সিলেট মহানগর পুলিশ তাকে গ্রেপ্তার করে। জয়দ্বীপ চৌধুরী মাধব (৩৫) সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ার অজিত চৌধুরীর ছেলে। চাঁদাবাজি ও অপহরণের ঘটনায় কাজল মিয়া বাদী হয়ে শনিবার কোতোয়ালী থানায় মামলা করলে পুলিশ সুনামগঞ্জের শান্তিগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন মহানগর পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, গত ২৮ ফেব্রম্নয়ারি সিলেট জেলা পরিষদের সামনের ফুটপাত থেকে কাজল মিয়া (৫০) নামের এক হকারকে জয়দ্বীপ চৌধুরীর নেতৃত্বে অপহরণ করে জিন্দাবাজারের সিতারা ম্যানশনে নিয়ে আসা হয়। সেখানে ছোরা দিয়ে ভয় দেখিয়ে ১৬ হাজার ৫০০ টাকা চাঁদা আদায় ও মারধর করা হয়। পরে তার কাছে আরও ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।