বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ইদুর মারার বৈদু্যতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে সাহেব আলী হাওলাদার (৬০) নামে একজন কৃষক প্রাণ হারিয়েছেন।
\হশনিবার দুপুর ১২টার দিকে ধানক্ষেতে সার ছিটাতে গিয়ে বিদু্যতের তারে জড়িয়ে তিনি মারা যান। শনিবার বিকেলের দিকে তার স্ত্রী সালমা বেগম স্বামীকে খুঁজতে গিয়ে দেখেন ধান ক্ষেতে সাহেব আলী পড়ে আছে। তিনি দুপুরের দিকে ধানে সার দিতে জমিতে গিয়েছিলেন।
স্ত্রী সালমা বেগম বলেন, তার স্বামী কৃষক মানুষ। ধান চাষ করে সংসার চলে। ইরি ধানের ক্ষেতে ইদুর ঠেকাতে ক্ষেতের চারপাশে চিকন গুনায় বিদু্যতের সংযোগ দিয়ে রাখেন। অসকর্ততাবসত নিজের পাতা ফাঁদে জড়িয়ে তিনি মারা যান। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি রকিবুল হাসান বলেন, বিদু্যৎ স্পৃষ্টে সাহেব আলী নামে একজন কৃষকের মৃতু্যর খবর শুনে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।