রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

পরকীয়া সম্পর্ক :খালুর চোখ তুলে নিল যুবক

স্টাফ রিপোর্টার, যশোর
  ০৮ মার্চ ২০২৫, ০০:০০
পরকীয়া সম্পর্ক :খালুর চোখ তুলে নিল যুবক

যশোরে খালুর দুই চোখ তুলে নেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবক মো. সাদ্দামকে গ্রেফতার করেছে পুলিশ। তার 'প্রাক্তন স্ত্রীর সাথে খালুর পরকীয়া সম্পর্কের' কারণে ক্ষুব্ধ হয়ে সাদ্দাম এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। গ্রেফতার সাদ্দাম যশোর শহরের বকচর বিহারী কলোনি এলাকার শাহজামালের ছেলে। ঘটনার শিকার শহিদুল ইসলাম (৫৫) বকচর কবরস্থান পাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বকচর করিম তেল পাম্প এলাকায় শহিদুল ইসলামের চোখ তুলে নেওয়ার ঘটনা ঘটে। ওই রাতেই পুলিশ অভিযুক্ত সাদ্দামকে গ্রেফতার করে। এ ঘটনায় শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী।

সংবাদ সম্মেলনে যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান, বকচর এলাকায় শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির দু'চোখ উপড়ে ফেলার খবর পেয়ে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করে। বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে অভিযুক্ত আসামি সাদ্দামকে পুলিশ শহরের পালবাড়ি খয়েরতলা মোড় থেকে গ্রেফতার করে।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী আরও জানান, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। এছাড়াও এ ঘটনার অন্যকোনো কারণ বা এর সাথে অন্যকেউ জড়িত আছে কিনা সেটিও পরবর্তীতে তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার, যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক ভূঁইয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে