নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুরি এলাকার এক গরু খামারের প্রহরী মোঃ জয়নাল (৬৫) কে খুন করে সাত গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ মার্চ) উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া চৌরাস্তা নামক এলাকার মাহবুবুল হকের কামারে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন পুকুরিয়াকান্দা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। জয়নাল মিয়া গত দুইমাস ধরে এই গরুর খামারে পাহারাদার হিসেবে কাজ করতেন। এ ছাড়াও আরও দুইজন কর্মচারী এখানে কাজ করেন। বুধবার রাত দশটার দিকে হেলাল নামের একজন পাহারাদার দিনের ডিউটি শেষ করে জয়নালকে রাতের ডিউটি বুঝিয়ে দিয়ে বাড়ি চলে যান। পরে আজ সকালে হেলাল আবারও ডিউটিতে ফিরে জয়নালের কাছ থেকে কাজ বুঝে নিতে তাকে খোঁজ করলে একপর্যায়ে গরুর খড়ের ঘরের পালার সাথে বাঁধা মৃত অবস্থায় দেখতে পান। পরে তিনি ফার্মের মালিকসহ সবাই জানালে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।