কক্সবাজারের উখিয়ায় দুইদিন ব্যাপী দক্ষতা অর্জন বিষয়ক শিশুদের সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাইল্ড সেফটি নেট প্রজেক্ট এ প্রশিক্ষণের আয়োজন করেন। শুক্রবার (৭ মার্চ) সকাল ১০ টায় উখিয়া প্রেসক্লাব কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর চাইল্ড সেফটি নেট প্রজেক্টের ম্যানেজার ফ্রান্সিস মন্ডল।
এ সময় আলোচনায় অংশ নেন, চাইল্ড নেট প্রজেক্টের এ্যাডভোকেসি কোর্ডিনেটর সরোজ হিউবার্ট গ্রেগোরী, কমিউনিকেশন এন্ড নলেজ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মোঃ ইয়াসিন আরাফাত, মবিলাইজেশন এন্ড সিস্টেম স্ট্রেংদেনিং অফিসার মাইকেল মন্ডল, মিতু সরকার পাপিয়া, উপজেলা কোর্ডিনেটর ছোটন বড়ুয়া ও উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক আহমদ।