আনন্দিত ও উৎফুলস্ন
ম মো. আব্দুল জলিল ভূঁইয়া
দৈনিক যায়যায়দিনের পঞ্চমবার প্রথমস্থান অধিকার করায় আমি অনেক আনন্দিত ও উৎফুলস্ন। প্রতিবারের প্রথমস্থান অর্জন করার পেছনে যাদের অক্লান্ত সহযোগিতা পেয়েছি তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। শ্রদ্ধাভাজন নুরুল হক সাহেব যায়যায়দিনে কাজ করার জন্য সহযোগিতা করে আসছেন তার প্রতিও অনেক অনেক কৃতজ্ঞতা। বিজ্ঞাপনের যিনি সর্বোচ্চ সহযোগিতা করছেন তিনি বিজ্ঞাপন ম্যানেজার স্বপন ভাই ও সার্কুলেশন ম্যানেজার বিল্লাল ভাইকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। এ ছাড়াও যায়যায়দিনের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি।
স্টাফ রিপোর্টার, কুমিলস্না
সংবাদমাধ্যমগুলোতে একটি মডেল
ম বদরুল হাসান লিটন, রাজশাহী বু্যরোপ্রধান
সারাদেশের সেরা প্রতিনিধির তালিকায় এবার পঞ্চম পুরস্কার পেয়েছি। প্রতিবছর প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে পুরস্কৃত করে যায়যায়দিন ভালো কাজের যে স্বীকৃতি দিচ্ছে এতে আমি অনেক খুশি। গত বছর যেখানে ১০ম পুরস্কার পেয়েছিলাম এবার সেখানে পেয়েছি পঞ্চম পুরস্কার। এই পুরস্কার আমার কাজের উৎসাহ আরও বাড়িয়ে দেবে। আমি আশা করি, যায়যায়দিন এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে; যা দেশের সংবাদমাধ্যমগুলোর জন্য মডেল হবে। এ ছাড়াও যায়যায়দিনের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি।
দীর্ঘদিন কাজের গতি ও দায়িত্ব বাড়ায়
ম মো. তপু সরকার হারুন,
দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ বছরে পদার্পণ ও প্রতিনিধি সম্মেলনে ৬৪ জেলায় বিভিন্ন ক্যাটগরিতে পুরস্কৃত হয়েছে, তার মধ্য আমি শেরপুর জেলা প্রতিনিধি হিসেবে পেয়ে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। খুবই অনুপ্রাণিত বোধ করছি। পুরস্কারটি পেয়ে খুবই ভালো লাগছে। সবার প্রতি কৃতজ্ঞতা। এই উপহারটি আমার কাজের দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিচ্ছে। ভবিষ্যতে আরও সুন্দরভাবে মন-প্রাণ দিয়ে ভালোভাবে কাজ করব। এটা যেমন দায়বদ্ধতা বাড়িয়ে দিল, সেই সঙ্গে নতুন সূচনা।
পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া আনন্দের। পাশাপাশি দীর্ঘদিন কাজের গতি ও সে দায়িত্ব বাড়ায়। তবে পুরস্কারই সব না। ভালো কাজের গতি এগিয়ে যাওয়াটাই আসল কথা। পুরস্কার ক্ষণস্থায়ী। পাঠকের ভালোবাসাটাই দীর্ঘস্থায়ী। তাই চেষ্টা থাকবে দীর্ঘদিন যেন আমার প্রিয় দৈনিক যায়যায়দিন পরিবারের সব পাঠক, প্রতিনিধি ও কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই।
জেলা প্রতিনিধি শেরপুর