বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক বৈঠক ও চড়ুইভাতি প্রস্তুতি

মাসুম পারভেজ
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক বৈঠক ও চড়ুইভাতি প্রস্তুতি
আলোচনা সভা শেষে কেন্দ্রীয় কমিটির বন্ধুরা

নতুন বন্ধুদের পরিচিতি পর্ব ও সাংগঠনিক বৈঠক করেছে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় কমিটি। ৬ ফেব্রম্নয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যশালা প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। এতে ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদকের উপস্থিতিতে সভাপতিত্ব করেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন। সদস্যদের পরিচয় পর্বের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সবার সঙ্গে চেনাজানা হয়। বৈঠকে ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় কমিটি ও জেলা উপজেলার ভবিষ্যৎ কার্যপরিকল্পনা তুলে ধরা হয়। সংগঠনকে গতিশীল ও বেগবানের লক্ষ্যে বন্ধুদের অংশগ্রহণ ও সক্রিয়তা কীভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়।

পরবর্তীতে চড়ুইভাতির করা পরিকল্পনা গ্রহণ করা হয়। সবার মতামতের উপর ভিত্তি করে তারিখ ১৫ ফেব্রম্নয়ারি নির্ধারন করা হয়। ভ্যেনু ও আনুসাঙ্গিক বিষয়াদি নিয়ে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রাশিদা আক্তার মুন্নী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম পারভেজ ও অর্থ সম্পাদক আরফিনা আক্তারকে নিয়ে উপকমিটি করা হয়। এ উপকমিটি হোয়াটসঅ্যাপ গ্রম্নপে আপডেট জানাবেন। এ আলোচনা সভায় আরও যারা উপস্থিত ছিলেন তারা হলেন, সহ সভাপতি সাজ্জাদ হোসেন রিজু, সাধারণ সম্পাদক একেএম দিদার উদ্দিন সেলিম, সহ সাংস্কৃতিক সম্পাদক নিপা আহমেদ সারাহ্‌, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ বশির উলস্নাহ, দপ্তর সম্পাদক মো. আল আমিন মৃধা, প্রচার ও জনসংযোগ সম্পাদক সৈয়দ কামাল হোসেন শাওন, সদস্য আব্দুস সালাম বিন মান্নান, নুসরাত জাহান লিলি, নাজনীন ইসলাম প্রেমা প্রমুখ। হাসিঠাট্টা ও অর্থ সম্পাদক আরফিন আক্তারের নারায়নগঞ্জ পিঠাঘরের সৌজন্যে পিঠা ভোজের মধ্য দিয়ে সভা মূলতবী করা হয়।

যুগ্ম সাধারণ সম্পাদক

ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় কমিটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে